ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কদমতলীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে মারধর, তিন লাখ টাকা লুট

প্রকাশিত: ০৮:০৯, ২২ মার্চ ২০১৫

কদমতলীতে বাসায় ঢুকে বৃদ্ধাকে মারধর, তিন লাখ টাকা লুট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে একটি বাসায় ঢুকে শাহিদা বেগম (৫৫) নামে এক নারীকে মারধর করে তিন লাখ টাকা লুট করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর ওই বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। আহত শাহিদা বেগমের স্বামীর নাম মরহুম সবুর সরদার। তিনি পূর্ব জুরাইনের ১২৭ নম্বর বাসায় বসবাস করেন। তাঁর ছেলে জাফর ইকবাল জানান, সন্ধ্যায় বাড়িতে মা একা ছিলেন। এটি জেনে স্থানীয় সন্ত্রাসী ফালানসহ ১০ থেকে ১৫ দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মাকে মারপিট করে। পরে তারা আলমারির তালা খুলে নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, মাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাফর জানান, কিছুদিন আগে আমরা জমি বিক্রি করেছিলাম। জমি বিক্রির তিন লাখ টাকা আলমারিতে ছিল। এই খবর স্থানীয় সন্ত্রাসীরা জানতে পেরে বাড়িতে ঢুকে মাকে মারধর করে ওই টাকাগুলো নিয়ে যায়। কদমতলী থানার ওসি আব্দুস সালাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে পুলিশের একটি টিম গেছে। অভিযোগ হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।
×