ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ব্যস্ত আহমেদ হুমায়ুন

প্রকাশিত: ০৬:৫৫, ২২ মার্চ ২০১৫

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় ব্যস্ত আহমেদ হুমায়ুন

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তরুণ সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুন। চলচ্চিত্রের পাশাপাশি অডিও এ্যালবামের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি ‘পুলিশ ও গুণ্ডা’, ‘সুইটহার্ট’, ‘এ্যাকশন জেসমিন’, ‘মোটকা’সহ বেশকিছু চলচ্চিত্রের কাজ করছেন। এ সব চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি আবহ সঙ্গীতও করেছেন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিচ্ছেন তিনি। আহমেদ হুমায়ুন তার সঙ্গীত জীবন শুরু করতে চেয়েছিলেন একজন সঙ্গীত শিল্পী হিসেবে। এটা তার ছোটবেলার স্বপ্ন ছিল। পরে তিনি বরেণ্য অনেক সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তবে তার সঙ্গীত পরিচালনা শেখা শুরুটা শওকত আলী ইমনের কাছ থেকে। তার সঙ্গীত পরিচালনায় প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘যেমন জামাই তেমন বউ’। তার কাজের আলোচিত প্রথম চলচ্চিত্র ‘টাইগার নাম্বার ওয়ান’ বেশ আলোচনায় আসে। এ পর্যন্ত তার সঙ্গীত পরিচলনায় মুক্তি পাওয়া চলচ্চিত্রের সংখ্যা ২১টি। মুক্তির অপেক্ষায় আছে ১৬টি। আর এখন হাতে আছে প্রায় ১২টি চলচ্চিত্রের কাজ। গান নিয়ে আহমেদ হুমায়ুন তার স্বপ্ন প্রসঙ্গে বলেন-প্রথমত, সঙ্গীত পরিচালক হিসেবে সফলভাবে কাজ করতে চাই। পাশাপাশি আমার যেহেতু প্রথম স্বপ্ন ছিল গান গাওয়া। আর ধারাবাহিকতায় আমি এখন নিয়মিত চলচ্চিত্রে প্লে-ব্যক করছি। পাশাপাশি সময় সুযোগ পেলে আমি আমার গানের সলো এ্যালবাম করতে চাই। ভাল কথা ও সুরের কিছু গান করতে চাই। বাংলাদেশের গান যেন দেশের বাইরেও অনেক জনপ্রিয় হয় আমি সে লক্ষ্যে কাজ করতে চাই।
×