ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বইমেলা

প্রকাশিত: ০৬:৪১, ২২ মার্চ ২০১৫

বইমেলা

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২১ মার্চ ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে পার্বতীপুরে শহীদ মাঠে সপ্তাহব্যাপী একুশ থেকে স্বাধীনতা শীর্ষক ডিজিটাল উদ্বোধনী মেলা শুরু হয়েছে। এ মেলায় ঢাকার ১৪টি প্রকাশনী স্টল দিয়েছে। এছাড়াও স্থানীয় পর্যায়ে আরও বইয়ের স্টল রয়েছে ১০টির মতো। শুক্রবার রাত ৮টায় এ বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও রাজনীতিক হায়দার আকবার খান রনো। হস্ত ও কুটির শিল্পমেলা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্পমেলা। কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এলাকায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ। এ সময় উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক আহসান হাবীব নীলু, মহব্বত বিন খন্দকার প্রমুখ। সাঈদের ঘাতকের ফাঁসি দাবি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে স্কুলছাত্র আবু সাঈদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে নগরীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন মানববন্ধন করেছে। শনিবার সকালে নগরীর শিবগঞ্জে স্কলার্স হোম স্কুলের অভিভাবকরা সিলেট-তামাবিল সড়কের পাশে মানববন্ধন করেন। তাঁরা শিশু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এভাবে যেন আর কোন মা-বাবার বুক খালি না হয়, সেজন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী সচেতনতায় কর্মশালা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে শনিবার দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ, সর্বজনীন প্রাথমিক শিক্ষা, নারী ও পুরুষের সমতা, শিশুমৃত্যু ও মাতৃমৃত্যুর হার কমানো, এইচআইভি এইডস ও ম্যালেরিয়া প্রতিরোধ এবং পরিবেশের টেকসই উন্নয়ন বিষয়ে নারী নেত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিলজঙ্গ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ।
×