ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফর নিশ্চিত করল পাকিস্তান

প্রকাশিত: ০৬:১৪, ২২ মার্চ ২০১৫

বাংলাদেশ সফর নিশ্চিত করল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হচ্ছে। এতদিন শুধু নিশ্চয়তার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকেই শোনা গেছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তা নিশ্চিত করল। পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় কেটে গেছে শনিবার। সংশয়ের মেঘ কেটে গেছে শনিবার পিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাজা কিচলিউয়ের কথায়। বলেছেন, ‘আমরা সব সময় রাজনীতি থেকে ক্রিকেটকে দূরে রাখার চেষ্টা করি। আর এই কারণেই বাংলাদেশের এই প্রস্তাব গ্রহণ করেছি। তারপরও কিছুদিনের মধ্যে পাকিস্তান হাইকমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ওখানে আমাদের সিকিউরিটি টিমকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হবে। বাংলাদেশও আমাদের নিশ্চিত করেছে নিরাপত্তা ইস্যুটি। আমরা এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে যাচ্ছি।’ আসছে এপ্রিলের মাঝমাঝি সময় পাকিস্তান দলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের সঙ্গে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ১টি টি২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তবে কোন ম্যাচ কবে হবে এবং কোথায় হবে, বিষয়গুলো চূড়ান্ত হয়নি এখনও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে নাকি ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করার পক্ষে। সিরিজের সূচী চূড়ান্ত হবে তাড়াতাড়ি। এ বিষয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে আমার কথা হয়েছে, পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসছে বলে নিশ্চিত করেছেন উনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ আসছে পাকিস্তান। এখনও সূচী চূড়ান্ত হয়নি। আশা করি, আগামী ৩/৪ দিনের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে।’ সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ২৮ এপ্রিল। সিরিজে এতে কোন সমস্যা হতে পারে কিনা, এ প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘আমরা নিরাপত্তার ইস্যুটি গুরুত্ব সহকারে বিবেচনা করব, বিশেষ করে ওই দিনটির জন্য। এই সিরিজে এটা কোন প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।’ সর্বশেষ ২০১১ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। এ ছাড়া ২০১২ ও ২০১৪ সালে এশিয়া কাপ এবং গত বছর টি২০ বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে এসেছিল তারা। কয়েক মাস আগে পিসিবি বাংলাদেশের সফরের জন্য সিরিজের ৫০ শতাংশ লভ্যাংশ দাবি করেছিল। পিসিবির এমন প্রস্তাব মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল বিসিবি। ফলে দ্বিপাক্ষিক সিরিজটি মাঠে গড়ানোর বিষয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়ে গেল।
×