ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় পেট্রোলবোমায় দগ্ধ ৯, গুরুতর আটজনকে ঢাকা মেডিক্যালে প্রেরণ

প্রকাশিত: ০৫:৩৬, ২২ মার্চ ২০১৫

মাগুরায় পেট্রোলবোমায় দগ্ধ ৯, গুরুতর আটজনকে  ঢাকা মেডিক্যালে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ মাগুরা সদর উপজেলার মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢালে শনিবার রাতে হরতালসমর্থকরা ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায়। এতে চালকসহ ট্রাকের আরোহী নয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন ইয়াদুল (২৫), ফারুক (৩৫), নাজমুল (৩৫), মইনুল (৪০), ইলিয়াস (৪০), মুক্ত (২২), অরুণ গাইন (৬০), মাহমুদ (১৫) ও হাসান (২৩)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় মাগুরা সদর থেকে বালু বোঝাই ট্রাকটি শালিখা উপজেলার ভাটইখালী গ্রামে যায়। সেখানে বালু নামিয়ে শহরে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অবরোধকারীরা ট্রাকটিতে দুটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে মুহূর্তেই ট্রাকে আগুন ধরে যায়। আহত হন ৯ জন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কাজ শেষে বালু শ্রমিকরা ট্রাকে মাগুরায় ফিরছিলেন। ট্রাকটি মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢালে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে। দগ্ধ ৯ জনের সবার অবস্থাই আশঙ্কাজনক। মাগুরা সদর হাসপাতালের ডাঃ দেবাশীষ বিশ্বাস জানান, পেট্রোলবোমায় দগ্ধ শ্রমিকদের শরীরের ৬০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই খারাপ। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
×