ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম ফিন্যান্সিয়ালের সম্পদ মূল্য ঘোষণা

প্রকাশিত: ০৩:৪৫, ২২ মার্চ ২০১৫

প্রাইম ফিন্যান্সিয়ালের সম্পদ মূল্য ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী খাতে দেশের প্রথম ইউনিট ফান্ড ‘প্রাইম ফিন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের’ নিট সম্পদ মূল্য ঘোষণা করেছে প্রাইম ফিন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। বৃহস্পতিবার প্রাইম ফিন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের মোট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে ২০ কোটি ২১ লাখ ৯৪ হাজার ১২০ টাকা এবং বাজার মূল্য অনুসারে ১৮ কোটি ৪৭ লাখ ৭ হাজার ৬১৭ টাকা। সব সম্পদ ও দায় নিষ্পত্তির পর প্রতি ইউনিটে ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে নিট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে টাকা ১০৯.৫০ এবং বাজার মূল্য অনুসারে টাকা ১০০.০৩ ধার্য করা হয়েছে। প্রাইম ফিন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডের ইউনিট সার্টিফিকেটের প্রতিটি ইউনিট বিক্রয় এবং পুনঃক্রয়ের জন্য ১০০ টাকা এবং ৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার পর্যন্ত কার্যকর হবে। দুই কোম্পানির নিবন্ধন অফিস পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু গ্রুপের দুই কোম্পানির নিবন্ধন অফিস পরিবর্তন করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ঢাকা ওয়ারী থেকে পরিবর্তন করে নিবন্ধন অফিস ধামরাইয়ের ইসলামপুরে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর পাওয়া গেছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থান নির্বাচনের এক নির্দেশনায় তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিবন্ধন অফিস পরিবর্তন করে। বিএসইসির নির্দেশনায় বলা হয়, কোম্পানিকে তাদের এজিএম নিবন্ধন অফিসের জেলা শহরে আয়োজন করতে হবে। এর আগে কোম্পানিগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এজিএম আয়োজন করত। এতে বিনিয়োগকারীদের এজিএমে উপস্থিত থাকা দুরূহ হয়ে পড়ে।
×