ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজার মূলধনের শীর্ষে বহুজাতিক

প্রকাশিত: ০৩:৪৫, ২২ মার্চ ২০১৫

বাজার মূলধনের শীর্ষে বহুজাতিক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলো বাজার মূলধনের তালিকায় শীর্ষ স্থান দখল করে রয়েছে। বিদায়ী সপ্তাহেও এই তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে বহুজাতিক কোম্পানি। ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে গ্রামীণফোন ১৭ দশমিক ৭ শতাংশ মূলধন বেড়ে তালিকার শীর্ষে রয়েছে। সপ্তাহ শেষে গ্রামীণফোনের বাজার মূলধন হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৫৪০ টাকা। এই শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৩৪ টাকা ৪০ পয়সা দরে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) ৭ দশমিক ৩ শতাংশ মূলধন বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে বিএবিটিসির বাজার মূলধন হয়েছে ১ লাখ ৪১ হাজার ১৮০ টাকা। এই শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩ হাজার ১০৪ টাকা ৮০ পয়সা দরে। লাফার্জ সুরমা সিমেন্টের মূলধন ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এই কোম্পানির মূলধন হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৩ টাকা। আলোচিত সপ্তাহে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১১৪ টাকা ৬০ পয়সা দরে।
×