ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অবশেষে কাতার বিশ্বকাপ ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত

প্রকাশিত: ০৬:০১, ২১ মার্চ ২০১৫

অবশেষে কাতার বিশ্বকাপ ফাইনালের দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে কাতার বিশ্বকাপের সময়সূচী নিয়ে সব সংশয় দূর হলো। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নিশ্চিত করেছে। সেইসঙ্গে কাতার বিশ্বকাপ আয়োজনের সময় নিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটল। এছাড়া শীতকালীন এই টুর্নামেন্ট ৩১ বা ৩২ দিন থেকে কমে ২৮ দিনের হতে পারে বলে জানিয়েছেন ফিফার মুখপাত্র ওয়াল্টার দি গ্রেগরিও। যদিওবা দিন কমিয়ে আনার বিষয়টি এখনও চূড়ান্ত নয়। উত্তর গোলার্ধে শীতকালে বিশ্বকাপ আয়োজন করলে ইউরোপিয়ান লীগগুলোর সমস্যা হয়। যে কারণে সাধারণত গ্রীষ্মেই বিশ্বকাপ হয়ে থাকে। কিন্তু গ্রীষ্মে কাতারের তাপমাত্রা অত্যধিক থাকায় ফিফা টাস্কফোর্স গ্রীষ্মের পরিবর্তে শীতে বিশ্বকাপ আয়োজনের জন্য সুপারিশ করে। আর শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফার নেতৃত্বাধীন টাস্কফোর্স গত মাসে তাদের সুপারিশে ২৩ ডিসেম্বর ফাইনাল আয়োজনের প্রস্তাব করে। তবে ফিফা সভাপতি সেপ ব্লাটার আগেই ১৮ ডিসেম্বরের মধ্যে কাতার বিশ্বকাপ শেষ করার কথা জানিয়েছিলেন। বৃহস্পতিবারের ঘোষণায় সেটাই চূড়ান্ত করল ফিফা। ২০১০ সালে ফিফার নির্বাহী কমিটির ভোটে ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয় কাতার। কিন্তু তখন থেকেই দেশটির অত্যধিক তাপমাত্রা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বছরের কোন সময় টুর্নামেন্টটি হওয়া উচিত- তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা-কল্পনা। তবে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তটা ফিফা নিয়েছিল ২০১৩ সালের অক্টোবরে। এর আগে কাতার বিশ্বকাপ গ্রীষ্মে হলে খেলোয়াড়রা টুর্নামেন্টটি বর্জন করবে বলে সতর্ক করে দিয়েছিলেন ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর প্রধান। তাই নবেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হলে সংস্থাটির নিশ্চয় কোন আপত্তি থাকবে না। অন্যদিকে, ইউরোপের বড় ক্লাবগুলোর চাওয়া ঠিক তার উল্টো, তারা মে মাসে বিশ্বকাপ অয়োজনের দাবি করেছিল। কারণ শীতকালীন টুর্নামেন্ট তাদের ঘরোয়া লীগগুলোয় বিঘন ঘটবে। তবে সে জন্য পদক্ষেপ নিচ্ছে ফিফা। ক্ষতিপূরণের জন্য ইউরোপিয়ান ক্লাবগুলোকে ২০০ মিলিয়ন ডলার প্রদান করবে বলে শুক্রবার ফিফার গবর্নিং বডি ঘোষণা করেছে।
×