ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

উজবেক যুবদল ঢাকায়

প্রকাশিত: ০৬:০১, ২১ মার্চ ২০১৫

উজবেক যুবদল ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। ‘ই’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান। টুর্নামেন্টে অংশ নিতে উজবেকিস্তান অনুর্ধ-২৩ দল শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছে দুপুর সাড়ে ১২টায় (টিজি ৩২১ ফ্লাইটযোগে)। হযরত শাহজালাল বিমানবন্দরে উজবেক দলকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার হামিদুজ্জামান নোমান। নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলোর টুর্নামেন্ট শুরুর দু’দিন আগে আসার কথা থাকলেও উজবেকিস্তান যুবদল ঢাকায় এসেছে টুর্নামেন্ট শুরুর পাঁচদিন আগেই। সেক্ষেত্রে ভারত তাদের দল পাঠাবে ২৩ মার্চ রাত ৮টা ৪০ মিনিটে (এআই ২৩০ ফ্লাইটযোগে)। সিরিয়া আসবে ২৫ মার্চ ভোর সাড়ে ৪টায় (কেইউ ২৮৩ ফ্লাইটযোগে)। বাংলাদেশ যুবদল এখন অনুশীলন করছে সাভারের জিরানির বিকেএসপিতে। তারা ঢাকায় হোটেলে উঠবে আগামী ২৪ মার্চ। উজবেক যুবদল প্রথমদিন এসেই বিকেলে অনুশীলন করেছে বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে। আগামী ২৩ বা ২৪ মার্চ তাদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে।
×