ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোয়ার্টারে সজীবের হার

প্রকাশিত: ০৬:০০, ২১ মার্চ ২০১৫

কোয়ার্টারে সজীবের হার

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ এ রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে ইলিমিনেশন রাউন্ডের ১/১৬ খেলায় বাংলাদেশ আরচারি দলের শেখ সজীব থাইল্যান্ডের উথায়া থামোং কে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। তবে কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার সালসাবিলা আগাথার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে ব্যক্তিগতভাবে নবম স্থান অধিকার করে। শনিবার রিকার্ভ ও কম্পাউন্ড উভয় ডিভিশনে দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এ দলগত প্রতিযোগিতায় রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে নবম র‌্যাঙ্কিং বাংলাদেশ দল অষ্টম র‌্যাঙ্কিং চীনের সঙ্গে এবং কম্পাউন্ড ডিভিশনে মহিলা সেকশনে ১২তম র‌্যাঙ্কিং বাংলাদেশ দল পঞ্চম র‌্যাঙ্কিং চাইনিজ তাইপের সঙ্গে কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভের দ্বিতীয় রাউন্ডে হেরেছেন বাংলাদেশের তামিমুল, দুরুল হুদা ও জাবেদ আলম। কম্পাউন্ডে শ্যামলী রায় ও সুমন কুমার দ্বিতীয় এবং আনোয়ারুল কাদের, অলিউল ইসলাম, কাজী রাফিদ, তামান্না পারভীন, সুস্মিতা বনিক প্রথম রাউন্ডে বিদায় নেন।
×