ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিভ রিচার্ডসের বাজি আজ ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৬:০০, ২১ মার্চ ২০১৫

ভিভ রিচার্ডসের বাজি আজ  ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ একাদশতম বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ সহআয়োজক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনের এই ম্যাচে পারফর্মেন্সের বিচারে স্বাভাবিকভাবেই ফেবারিট ব্ল্যাক ক্যাপসরা। কেননা ‘এ’ গ্রুপের একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বের সব ম্যাচের জয়ের স্বাদ পেয়েছে তারা। তবে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখছেন কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস। সেই সঙ্গে জেসন-সামিদের এটাও বলে দিয়েছেন যে, স্বাগতিক নিউজিল্যান্ডকে হারাতে হলে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে উঠতে হবে। এ বিষয়ে ম্যাচের আগে আইসিসির এক কলামে ৬৩ বছর বয়সী ভিভ রিচার্ডস লিখেন, ‘আমার বিশ্বাস এই পর্যায়ে ভাগ্য আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি হয় তো শতভাগ জয়ের রেকর্ড নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেন কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার জন্য মাত্র একটি খারাপ দিনই যথেষ্ট।’ বিশ্বকাপের শুরুটা একেবারেই বাজেভাবে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা। কিন্তু তারপরও শেষ পর্যন্ত ছয় ম্যাচের তিনটিতে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে গেইল-সামিরা। তাই ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ভিভ রিচার্ডস জাননা, তাদের ভয়ের কিছু নেই। এ বিষয়ে তার অভিমত হলো, ‘বিশ্বকাপে ক্যারিবীয়দের শুরুটা মোটেও ভাল হয়নি। কেউই বিশ্বাস করতে পারেনি যে তারা এই পর্যায়ে আসতে পারে। অনেকেই বলছে যে সৌভাগ্যের কারণেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আসতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে তাদের ভাল-খারাপ দুই সময়ই পার করে এসেছে তাই আমি মনে করি এখানে তাদের হারানোর কিছু নেই। যদিওবা নিউজিল্যান্ড এবার দুর্দান্ত খেলছে তারপরও আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ব্ল্যাক ক্যাপসদের একটি খারাপ দিন উপহার দিতে পারে।’ ওয়েলিংটনে আজ ক্যারিবীয়দের তুরুপের তাস হতে পারেন ক্রিস গেইল। ভিভ রিচার্ডস মনে করছেন সুস্থ হয়ে ওয়েলিংটনে গেইল খেলতে পারলে দারুণ প্রভাব ফেলবে ম্যাচে। শুধুই গেইল নয় কিউদের বিপক্ষে মারলন স্যামুয়েলসও চমক দেখাতে পারেন বলে মনে করছেন তিনি। এ বিষয়ে রিচার্ডস বলেন, ‘গেইল ফিট থাকলে আমার মনে হয় না সে এই ম্যাচ মিস করবে। আপনি অতীতের দিকে তাকান এবং দেখুন তার কী অর্জন-এ বিষয়ে কোন সন্দেহ নেই যে সে ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এছাড়া মারলন স্যামুয়েলসও রাখতে পারেন বড় ভূমিকা। সে একজন ক্ল্যাসিক ক্রিকেটার। তার প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে।’ গেইল-স্যামুয়েলস যে বড় পার্থক্য গড়ে দিতে পারেন তা মানছেন নিউজিল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য গ্রান্ট ইলিয়টও। এ বিষয়ে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। তা তাদের বিপক্ষে ম্যাচে কোন ভুলের সুযোগ নেই।ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট শক্তিশালী দল।বাকি দলগুলোর মতো ওদেরও নিজস্ব ম্যাচ উইনার আছে। গেইল সেরা ক্রিকেটার। এছাড়াও ড্যারেন সামি, মারলন স্যামুয়েল্স, আন্দ্রে রাসেলরা আছে। সামি যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার।স্যামুয়েলসও ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা ধরে। আর অলরাউন্ডার হিসেবে কতটা ভাল, রাসেল তা এই বিশ্বকাপে প্রমাণ করে দিয়েছে।’
×