ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবরোধের প্রভাব নেই কাঁচাবাজারে, দাম কমেছে পেঁয়াজের

প্রকাশিত: ০৫:৪০, ২১ মার্চ ২০১৫

অবরোধের প্রভাব নেই কাঁচাবাজারে, দাম কমেছে পেঁয়াজের

অর্থনৈতিক রিপোর্টার ॥ হরতাল-অবরোধের প্রভাব না থাকায় রাজধানীর খুচরা বাজারগুলোতে কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহ শেষে দেশী ও ভারতীয় পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমেছে। এছাড়া চাল, ভোজ্যতেল, চিনি, আটাসহ অধিকাংশ মুদি পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। অপরিবর্তিত রয়েছে শাক সবজির দাম। তবে গত সপ্তাহের তুলনায় দেশী মসুর ডাল কেজিতে ৫-১০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা দরে। স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম। শুক্রবার রাজধানীর কাপ্তান বাজার, নিউমার্কেট ও আজিমপুরের পলাশী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে আকার ভেদে প্রতিকেজি দেশী পেঁয়াজ ৫ টাকা কমে ৩০-৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তান বাজারের বিক্রেতা খায়রুল কবির জনকণ্ঠকে বলেন, দেশে পেঁয়াজের ফলন ভাল হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এছাড়া হরতাল-অবরোধের মধ্যেও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিবহন খরচ কমে আসায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ কারণে দাম কমেছে। কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা প্রতিকেজি আলু ১৩-১৫, বেগুন ৩৫-৪০, টমেটো ৩০-৪০, চাল কুমড়া ৩০-৪০, লাউ ৪০-৪৫, করলা ৫০-৬০, কাঁচা মরিচ ৫০-৬০, গাজর ২৫-৩০, পেঁপে টাকা দরে বিক্রি হচ্ছে।
×