ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যান্সার খুঁজবে ব্যাকটেরিয়া

প্রকাশিত: ০৫:১৩, ২১ মার্চ ২০১৫

ক্যান্সার খুঁজবে ব্যাকটেরিয়া

যকৃতে টিউমার খুঁজে বের করতে ‘প্রোগ্রামড ব্যাকটেরিয়া’ প্রযুক্তি উদ্ভাবন করেছেন এম আইটির গবেষক ট্যাল ডানিনো। কানাডার ভ্যাংকুভারে অনুষ্ঠিত টেড সম্মেলনে নতুন এ প্রযুক্তির ঘোষণা দেন তিনি। এ প্রযুক্তিতে ব্যাকটেরিয়া বিশেষ জেনেটিক কোড দিয়ে ‘প্রোগ্রাম’ করে ক্যান্সার কোষ শনাক্ত করা সম্ভব বলে দাবি করেছেন ওই গবেষক। টিউমার কোষ শনাক্ত করলে ব্যাকটেরিয়াগুলো এক ধরনের এনজাইম তৈরি করবে, যা রোগীর মূত্রের রঙ পরির্বতন করবে। - বিবিসি
×