ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোরান পোড়ানোর অভিযোগে কাবুলে নারীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:১৩, ২১ মার্চ ২০১৫

কোরান পোড়ানোর অভিযোগে কাবুলে নারীকে পিটিয়ে হত্যা

কোরান শরীফের পৃষ্ঠা পোড়ানোর অভিযোগ করে আফগান রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে উন্মত্ত জনতা বৃহস্পতিবার এক নারীকে পিটিয়ে ও ইট মেরে হত্যা করার পর তার শরীরে আগুন ধরিয়ে একটি কর্র্দমাক্ত নদীতে ফেলে দিয়েছে। এক পুলিশ কর্মকর্তা একথা বলেন। তবে তার পিতামাতা বলেছে, সে মানসিক অসুস্থতায় ভুগছিল। একটি ভয়ঙ্কর ভিডিওতে দেখা যায়, জনতা শাহ-ই শামশিরা মাজার ও মসজিদের কাছে ফারকুন্দা নামে ২৭ বছর বয়সী নারীকে লক্ষ্য করে ইট মারছে ও বার বার গদাঘাত করছে। ১৯৯০’র দশক থেকে শুরু হওয়া তালেবানের দমন-নিপীড়নের শাসন থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে আফগানিস্তান। খবর টেলিগ্রাফের।
×