ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমেরিকানরা রাজনীতিবিদদের চেয়ে ব্রিটিশ রাজ পরিবারকে বেশি পছন্দ করে ॥ ওবামা

প্রকাশিত: ০৫:১৩, ২১ মার্চ ২০১৫

আমেরিকানরা রাজনীতিবিদদের চেয়ে ব্রিটিশ রাজ পরিবারকে বেশি পছন্দ করে ॥ ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলাকে হোয়াইট হাউসে স্বাগত জানান। তিনি সে সময় রসিকতা করে বলেন, আমেরিকানরা স্থানীয় রাজনীতিবিদদের চেয়ে ব্রিটিশ রাজ পরিবারকে বেশি পছন্দ করে। ওবামা প্রিন্স অফ ওয়েলস এবং ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীকে ওভাল অফিসে বলেন, ‘আমি মনে করি এটা বলা সঙ্গত যে, আমেরিকান জনগণ রাজ পরিবারের খুবই ভক্ত।’ -ওয়েবসাইট প্রিন্স এর জবাবে বলেন, ‘এটা জানতে পারা বেশ চমৎকার।’ সে সময় একদল ফটোগ্রাফার ওই ভবনে- যা একদিন রাজকীয় (ব্রিটিশ) সৈন্যরা ভস্মীভূত করেছিল- অতিথিদের ফটো তুলতে ব্যস্ত ছিল। ওবামা আরও বলেন, ‘তারা আমাদের রাজনীতিবিদদের চেয়ে তাদের বেশি পছন্দ করে।’ চার্লস তখন বিনম্রভাবে বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না’। রাজকীয় অতিথিরা দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের ওপর জোর দিতে যুক্তরাষ্ট্রে চার দিনের সফরে গেছেন। দিনের প্রথমদিকে রাজদম্পতি যুক্তরাষ্ট্রের প্রবীণ প্রাক্তন সৈনিকদের সঙ্গে কথাবার্তা বলেন, তারপর আমেরিকায় নবাগত শিশুদের একটি স্কুল পরিদর্শন করেন।
×