ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জম্মুতে থানায় জঙ্গী হামলা, এক পুলিশসহ নিহত ২

প্রকাশিত: ০৫:১২, ২১ মার্চ ২০১৫

জম্মুতে থানায় জঙ্গী  হামলা, এক  পুলিশসহ নিহত ২

জম্মু ও কাশ্মীরে শুক্রবার ভোরে কাথুয়া জেলায় এক থানায় সেনাবাহিনীর পোশাক পরিহিত ফেদাইন স্কোয়াডের জঙ্গীদের হামলায় ২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১ জন এবং আহতদের মধ্যে ৭ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। সিআরপিএফের আহত কনস্টেবল ভরত প্রভু বলেছেন, হামলায় এক জঙ্গীও নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ফেদাইন স্কোয়াডের দুই থেকে তিন জঙ্গী রাজবাগ পুলিশ স্টেশনে অতর্কিতে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে। রাজ্যে পিডিপি-বিজেপি সরকার গঠনের পর জঙ্গীদের এটাই বড় হামলা। জম্মুর আইজিপি দানিশ রানা বলেন, ফেদাইন গোষ্ঠী এ হামলা চালিয়েছে। প্রভু বলেন, সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত জঙ্গীরা তল্লাশি চালানোর ভান করে একটি জীপ থামিয়ে তা হাইজ্যাক করে। জীপটি জম্মু থেকে পাঠানকোট যাচ্ছিল। জীপের তিন আরোহী রাজবাগ পুলিশ স্টেশনের দিকে পালিয়ে যায়। জঙ্গীরা পুলিশ স্টেশনের এক সেন্ট্রিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে সেন্ট্রি নিহত হয়। জঙ্গীরা এর পর পুলিশ স্টেশন লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আহতদের মধ্যে ৭ জন সিআরপিএফের, ১ জন পুলিশের সদস্য এবং ১ জন বেসামরিক নাগরিক। রাজ্যের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং সাংবাদিকদের বলেন, জঙ্গীরা থানায় হামলা চালিয়েছে। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছন, হামলাকারীরা সীমান্তের অপরপ্রান্ত থেকে এসেছে। তিনি বলেন, জঙ্গীরা আগের পদ্ধতিতেই হামলা চালিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্ব সতর্কতা হিসেবে জম্মু-পাঠানকোট মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। কাথুয়া ও সাম্বা জেলায় ২০১৩ ও ২০১৪ সালে কয়েকটি থানায় একই ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে।
×