ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংক শরিয়া সুপারভাইজরি কমিটির সভা

প্রকাশিত: ০৫:০৯, ২১ মার্চ ২০১৫

ইসলামী ব্যাংক শরিয়া সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া সুপারভাইজরি কমিটির সভা বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুস সিদ্দীকিয়া দারুল উলুম (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুফতি ও মুহাদ্দিস মাওলানা ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোঃ আবদুর রকীব, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মু’ঈন উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মানজুরে ইলাহী এবং মারকাযুল উলুম-এর মোহতামিম মাওলানা মুহিউদ্দীন রাব্বানী সভায় উপস্থিত ছিলেন । ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহা. শামসুল হক, মোঃ আবুল বাশার, মোঃ হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, মোঃ মাহবুব-উল-আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হুদা ও আশেক আহমেদ জেবাল এ সময় উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের শরিয়া পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়। -বিজ্ঞপ্তি
×