ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চক্ষু চিকিৎসক সমিতি নির্বাচনে স্বাধীনতার পক্ষের প্যানেল জয়ী

প্রকাশিত: ০৮:০১, ২০ মার্চ ২০১৫

চক্ষু চিকিৎসক সমিতি নির্বাচনে স্বাধীনতার পক্ষের প্যানেল জয়ী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে স্বাধীনতার সপক্ষের প্যানেল। এ প্যানেলের প্রার্থীরা সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ, সাংগঠনিকসহ দশটি পদে বিজয়ী হয়েছেন। এতে অধ্যাপক ডাঃ শরফুদ্দিন আহমেদ সভাপতি ও এএইচএম এনায়েত হোসেন মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া পরিষদের ২০ নির্বাহী সদস্য পদের তেরোটিতেও জয় পেয়েছেন প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে এ নির্বাচন হয়। এতে বিএনপি-জামায়াত সমর্থিত চিকিৎকদের প্যানেলও অংশ নেয়। কয়েকটি সম্পাদক পদ ও নির্বাহী সদস্য পদে তারা বিজয়ী হন। সারাদেশের কয়েক হাজার বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচনে ভোট দেন। অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা রাতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানম-ির বাসায় গিয়ে দেখা করেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নূরুল হকসহ নির্বাচিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির এ বিজয়ে আমি আনন্দিত।
×