ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে হিলারি

প্রকাশিত: ০৬:২৩, ২০ মার্চ ২০১৫

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে হিলারি

যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিচালিত জরিপে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। তার ই-মেইল সম্পর্কিত খবর ফাঁস হওয়ার আগে জরিপে তার যে অবস্থান ছিল, এখনও তিনি সাধারণভাবে সেই অবস্থানেই রয়েছেন। বুধবার প্রকাশিত সিএনএনের এক সমীক্ষায় এটি দেখা যায়। খবর সিএনএন ও হাফিংটন পোস্টের। সিএনএনের পোলিং ডিরেক্টর জেনিফার এ্যাজিয়েস্টা লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারির এক ব্যক্তিগত ই-মেইল এ্যাড্রেস ও বাস ভবনভিত্তিক সার্ভার ব্যবহার সম্পর্কিত খবর বেরুনোর পর পরিচালিত জরিপগুলোর সঙ্গে তুলনা করলে ২০১৬ সালে হিলারির সম্ভাবনা বহুলাংশে অপরিবর্তিত রয়েছে বলে মনে হয়। ঐ জরিপে হিলারি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে শতকরা ৬২ ভাগ ভোট পাবেন বলে দেখানো হয়। এটি সিএনএনের ফেব্রুয়ারির জরিপের তুলনায় কার্যত অপরিবর্তিত। ফেব্রুয়ারির জরিপে তিনি শতকরা ৬১ ভাগ প্রাইমারি ভোট পাবেন বলে দেখানো হয়েছিল। হাফপোস্ট পোলস্টারের সঙ্কলিত গড় হিসেবে দেখা যায় যে, হিলারি ২০১৩ সাল থেকে পরিচালিত অধিকাংশ জরিপে শতকরা ৬০ ভাগের কাছাকাছি ভোট পান। এ হিসেবে প্রকাশিত সব জরিপই অন্তর্ভুক্ত করা হয়। সিএনএনের জরিপে দেখা যায়, সাধারণ নির্বাচনের ক্ষেত্রে হিলারি ফ্লোরিডার সাবেক গবর্নর জেব বুশ, নিউজার্সির গবর্নর ক্রিস ক্রিস্টি, ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর মার্কো রুবিও, আরকানসাসের সাবেক গবর্নর মাইক হুকাবি, কেন্টাকি থেকে নির্বাচিত সিনেটর র‌্যাড পল, উইসকনসিনের গবর্নর স্কট ওয়াকার এবং সাবেক নিওরোসার্জন ব্রেনকারসনের তুলনায় ১১ থেকে ১৬ পয়েন্ট এগিয়ে আছেন। জরিপের ওপর ই-মেইল বিতর্কের প্রভাব না পড়া খুবই আশ্চার্যজনক কিছু নয়। এ ইস্যুতে লোকজনের প্রতিক্রিয়া তারা হিলারি সম্পর্কে ইতোপূর্বে কি ধারণা করে এসেছে তার ওপর নির্ভর করেছে। জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন লাভের প্রতিযোগিতায় হিলারি ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় প্রায় ৫০ পয়েন্ট (৬২%-১০%) এগিয়ে আছেন।
×