ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেবারিটরা সব সময় জয় পায় না ॥ মিসবাহ

প্রকাশিত: ০৬:২১, ২০ মার্চ ২০১৫

ফেবারিটরা সব সময় জয় পায় না ॥ মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ মৃত্যুকূপ থেকে বেরিয়ে চলমান বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার জয় পেয়েছে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আজ আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। উত্তেজনাপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক বলেছেন, ফেবারিটরা সব সময় জয় পায় না। অসিদের ফেবারিট মেনেই কথাগুলো বলেছেন ৪০ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে থেকেই অস্ট্রেলিয়াকে ফেবারিট তকমা দিয়েছে ক্রিকেট সংশ্লিষ্টরা। ময়দানী লড়াইয়েও সে স্বাক্ষর রেখে চলেছে মাইকেল ক্লার্কের দল। যে কারণে শেষ আটের লড়াইয়েও অস্ট্রেলিয়াকে ফেবারিট মানছেন সংখ্যাগরিষ্ঠরা। মিসবাহও প্রতিপক্ষকে ফেবারিট হিসেবে মেনে নিয়েছেন। তবে এ্যাডিলেড ওভালে বিশ্বকাপের সহআয়োজকদের বিরুদ্ধে জয় পেতে আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন পাকিস্তান কাপ্তান। দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও শেষ আটের ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। শুরু থেকেই ধুঁকতে থাকা পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে শেষ আটের টিকেট পায়। এ দু’দলের কোয়ার্টার ফাইনালে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন ক্রিকেট প-িতরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক মিসবাহকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, হ্যাঁ তারা (অস্ট্রেলিয়া) ফেবারিট। অবশ্য প্রতিপক্ষকে ফেবারিট মানলেও জয়ের স্বপ্নই দেখছেন পাকি কা-ারি। ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে মিসবাহ বলেন, ফেবারিটরাই ম্যাচ জিতবে, এমন কোন ধরাবাধা নিয়ম নেই। নির্দিষ্ট দিনে যে দল ভাল পারফর্ম করবে, যে দল সুযোগ কাজে লাগাবে, ভাগ্য সহায় থাকবে, তারা যে কোন দলকেই হারাতে পারবে। এ কারণেই আশাবাদী তারকা এই ব্যাটসম্যান। মিসবাহ আত্মবিশ্বাসী ঢংয়ে জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে হারিয়ে তার দল সেমিফাইনাল খেলবে। মিসবাহ বলেন, আমরা আশাবাদী, অত্যন্ত ইতিবাচক। আমি মনে করি, আমরা এমন একটি বোলিং লাইনআপ পেয়েছি যারা যে কোন দলকেই অলআউট করতে পারে। কিছু ব্যাটসম্যান আছে, যারা ফর্মে আছে। আশা করছি অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলতে পারব। শুধু অস্ট্রেলিয়াকে হারিয়েই থামতে চায় না পাকিস্তান। দলটির লক্ষ্য দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হওয়া। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মিসবাহ বলেন, আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয়। আমরা যে কোন দলকে হারানোর সামর্থ্য রাখি। তিনি আরও বলেন, শুরুটা ভাল না হলেও টানা চার ম্যাচ জিতে আমরা ভালমতোই ঘুরে দাঁড়িয়েছি। ছেলেরা দেখিয়েছে তাদের সামর্থ্য আছে। আশা করছি প্রত্যাশিত সাফল্যই ধরা দেবে। মিসবাহ-উল-হক ও শহিদ আফ্রিদি আগেই ঘোষণা দিয়ে রেখেছেন বিশ্বকাপ শেষেই অবসর নেবেন। এ কারণে আজ যদি পাকিস্তান হেরে যায় তাহলে পূর্ব ঘোষণানুযায়ী ওয়ানডে ক্যারিয়ার শেষ হবে এই দুই তারকার। তবে পাকিস্তান অধিনায়ক মিসবাহ ‘বিদায়ী’ ম্যাচের জন্য প্রস্তুত নন বলে জানিয়েছেন। তার বিশ্বাস, আজই ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে না। মিসবাহ বলেন, আমি আশা করছি বিশ্বকাপ এবং আমার ক্যারিয়ার শেষ হবে না।
×