ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলের নৈপুণ্যে সন্তুষ্ট ধোনি

প্রকাশিত: ০৬:১৬, ২০ মার্চ ২০১৫

দলের নৈপুণ্যে সন্তুষ্ট ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলছে ভারত। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষেও ১০৯ রানের সহজ জয় পেয়েছে তারা। আর সতীর্থদের এমন নৈপুণ্যে দারুণ সন্তুষ্ট ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সঙ্গে তার দল বেশ ভাল ক্রিকেট খেলছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আমাদের জন্য এটা অনেক ভাল একটা বিশ্বকাপ। এটা আমরা কোনভাবেই এড়িয়ে যেতে পারি না যে আমরা খুব ভাল ক্রিকেট খেলছি।’ বিশ্বকাপের অনেক আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিল ভারত। সেখানে স্বাগিতক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ছাড়াও ত্রিদেশীয় একটি টুর্নামেন্টে খেলে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু দুর্ভাগ্য সেখানে তারা একেবারেই নিষ্প্রভ নৈপুণ্য উপহার দিয়েছিল। কিন্তু সেই কঠিন সময়েও যারা তাদের পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধোনি। একাদশতম বিশ্বকাপের গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপের একমাত্র দল হিসেবে সব ম্যাচে জয়ের স্বাদ পায় ধোনির দল। আর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষেও জয়ের পর দারুণ উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক। সে জন্য সতীর্থদের উৎসাহ-উদ্দীপনা এবং আপ্রাণ প্রচেষ্টাকেই সাফল্যের ফল হিসেবে দেখছেন তিনি। এ বিষয়ে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘বিশ্বকাপের ঠিক একমাস আগেও এই ফরম্যাটে আমরা নিষ্প্রভ ছিলাম। ফর্মে ফেরার জন্য লড়াই করতে হয়েছে আমাদের। কিন্তু সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দলের সকলেই ভাল খেলছে। এ জন্য সতীর্থদের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। তাছাড়া দলের কর্মকর্তাদের অবদানও কম নয়।’ এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রাহকের তালিকায় ভারতের শিখর ধাওয়ান আছেন পঞ্চম স্থানে। ৭ ম্যাচে তার সংগ্রহ ৩৬৭ রান। ধোনি মনে করেন, একক কোন ব্যাটসম্যান কিংবা বোলারের চেয়ে এবার দল হিসেবে অনেক ভাল খেলছে ভারত। এ বিষয়ে তার অভিমত হলো, ‘টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আমাদের খুব বেশি ব্যাটসম্যান নেই। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা দল হিসেবে রান করছি।’ ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়ক ধোনি। দীর্ঘ ২৮ বছর পর গত বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারও যেন শিরোপাটাকে নিজেদের দখলে রাখার ইঙ্গিত দিচ্ছে ধোনির দল। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। তবে আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী দলই ভারতের মুখোমুখি হবে।
×