ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিদেশী ক্রেতাদের কাছে তৈরি পোশাকের ন্যায্য দাম চাইলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:১০, ২০ মার্চ ২০১৫

বিদেশী ক্রেতাদের কাছে তৈরি পোশাকের ন্যায্য দাম চাইলেন বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাকের ন্যায্য দাম দেয়ার জন্য বিদেশী ক্রেতাদের প্রতি দাবি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সবকিছুর জন্যই টাকার প্রয়োজন। কারখানা-বিনিয়োগ কোন কিছুই টাকা ছাড়া সম্ভব না। কিন্তু বিদেশী ক্রেতাদের কাছ থেকে বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বাংলাদেশ-ফ্রেমিং দ্য ফিউচার : এ হাই লেভেল কনফারেন্স অন আরএমজি এ্যান্ড রেয়নড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রানা প্লাজা দুর্ঘটনার দুই বছরে পদার্পণ এবং একটি নতুন স্ট্র্যাটেজিক সেক্টর ইনিশিয়েটিভের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ঢাকায় ডেনমার্ক দূতাবাস এবং ড্যানিশ বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ অনেক এগিয়েছে। চলতি অর্থবছরে ৩৩ মিলিয়ন ডলারের ওপরে রফতানি আয় হবে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের একটি দেশ হয়ে উঠবে।
×