ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার মির্জা আব্বাসের নামে গায়েবি বিবৃতি

প্রকাশিত: ০৮:১০, ১৯ মার্চ ২০১৫

এবার মির্জা  আব্বাসের নামে গায়েবি বিবৃতি

স্টাফ রিপোর্টার ॥ গায়েবি বিবৃতি দিয়ে বিএনপি জোটের আন্দোলন বেগবান করার আহ্বান জানানো হয়েছে। বুধবার বিকেলে বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চলমান আন্দোলন বেগবান করতে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ৮ দিন পর গায়েবি বিবৃতি দিয়ে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। বুলুর নামে পাঠানো বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বর্তমান সরকার ‘গণতন্ত্রের কবর’ রচনা করেছিল। আজ তারা ‘সেই কবরের ওপর দাঁড়িয়ে’ গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ এবং বিরোধী দল-মতের জনগণকে কবরে পাঠাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে এ সরকারের কালো হাত গুটাতে বাধ্য করার আন্দোলনকে আরও বেগবান করুন। এবার মির্জা আব্বাসের নামে গায়েবি বিবৃতি ॥ বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ নিখোজ হওয়ার ৮ দিন পর গায়েবি বিবৃতি দিয়ে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল। এতবড় একটি ঘটনার ৮ দিন পর কেন তাঁরা বিবৃতি দিলেন তা নিয়ে খোদ বিএনপি নেতাকর্মীদের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, সালাহউদ্দিন নিখোঁজ হলেও তাঁকে নিয়ে সরকারের বিভিন্ন মহলের বক্তব্য নিষ্ঠুর পরিহাস। সালাহউদ্দিনকে সুস্থ ও স্বভাবিক অবস্থায় তাঁর পরিবারের কাছে ফেরত না দিলে এর পরিণতি শুভ হবে না। যুবক আটক ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে সুমন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর পৌনে দুটার দিকে নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিনকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের কাটিং নিয়ে গুলশান কার্যালয়ের সামনে গিয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকলে পুলিশ তাকে আটক করে। তবে আটকের আগে সুমন জানায়, সে তার বিবেকের তাড়নায় ওখানে এসেছে।
×