ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়ার ইঙ্গিত ব্যারিস্টার খোকনের

প্রকাশিত: ০৮:০১, ১৯ মার্চ ২০১৫

সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়ার ইঙ্গিত ব্যারিস্টার খোকনের

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে বিএনপি। দলটির পক্ষ থেকে এমন আভাস দেয়া হয়েছে। বুধবার দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে সাক্ষাত শেষে এ ইঙ্গিত দেন দলের যুগ্মমহাসচিব আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দলীয় প্রধানের সঙ্গে এক ঘণ্টা ২৪ মিনিটের সাক্ষাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না তো করিনি।’ বিএনপি যে কোন নির্বাচনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দলের নীতিনির্ধারণী বৈঠকে চূড়ান্ত হবে বলে জানান তিনি। এর আগে খালেদার উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়টি রাজনৈতিক। এ বিষয়ে নেতারা ভাল বলতে পারবেন। বিএনপি কোন নির্বাচনে মোকাবেলায় ভয় পায় না দাবি করে তিনি বলেন, যে কোন নির্বাচনে গেলে বিপুল ভোটে বিএনপি জিতবে। খালেদা জিয়া আত্মসমর্পণ করবেন কিনা- জানতে চাইলে তাঁর আইনজীবী খন্দকার মাহবুব বলেন, আইন অনুযায়ী যা করা প্রয়োজন সবই করবেন তিনি। দলের কর্মসূচী প্রসঙ্গে তিনি বলেন, যতদিন গ্রহণযোগ্য নির্বাচন না দেয়া হবে, ততদিন কর্মসূচীর নির্দেশনা রয়েছে।
×