ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে নিউমোনিয়া রোধে নতুন দুই টিকা

প্রকাশিত: ০৬:৪২, ১৯ মার্চ ২০১৫

পঞ্চগড়ে নিউমোনিয়া রোধে নতুন দুই টিকা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ নিউমোক্কাল নিউমোনিয়া প্রতিরোধে সম্প্রসারিত (ইপিআই) টিকাদান কর্মসূচীতে নতুন দুটি টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ২১ মার্চ থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে মর্মে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। সূত্রমতে, টিকা দুটি হচ্ছে নিউমোক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) ও ইন এ্যাকটিভেটেড পোলিও ভ্যাকসিন (আইপিভি)। এক বছরের কমবয়সী সকল শিশুকে পিসিভি ছয় ১০ ও ১৮ সপ্তাহে তিন ডোজ এবং ১৪ সপ্তাহে একডোজ আইপিভি টিকা দেয়া হবে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের অফিস সম্মেলন কক্ষে এক এ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. মোঃ আহাদ আলী এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজম, সহকারী পুলিশ সুপার রোকনুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ডাঃ মিজানুর রহমান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মনসুর আলম, মেডিক্যাল অফিসার মাসুদ আলম, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন্নাহার সাকী, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোঃ শহীদুল হক, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, এক বছরের নিচে শিশুদের টিকা দেয়া হবে। সভায় সরকারী কর্মকর্তা, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, চিকিৎসক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ডিজিটাল মেলার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ১৮ মার্চ ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন মেলার উদ্বোধন করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমুল হক পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফিরোজ আল মামুন, নাহিদা আক্তার। মতবিনিময় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে প্রেস কাউন্সিল এ্যাক্ট নিয়ে মতবিনিময় হয়েছে। বুধবার শহরের সার্কিট হাউস মিলনায়তনের মতবিনিময়ে জেলার প্রায় ৫০ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল সভাপতিত্ব করেন।
×