ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪৯ হাজার টাকায় বাজাজ মোটর বাইক

প্রকাশিত: ০৬:৩২, ১৯ মার্চ ২০১৫

৪৯ হাজার টাকায় বাজাজ মোটর বাইক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেশ কিছু পরিবর্তন নিয়ে নতুনরূপে বাজারে হাজির হয়েছে ভারতীয় কোম্পানি বাজাজের মোটর বাইক বাজাজ সিটি হ্যান্ড্রেড। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী এ মোটর বাইকের দাম পড়বে মাত্র ৩৯ হাজার ৯১২ রুপী। বাংলাদেশী মুদ্রায় যার দাম পড়বে প্রায় ৪৯ হাজার ৪০০ টাকা। বাইকটি প্রতি লিটারে চলবে ৯০ কিলোমিটার। আইবিএন লাইভ এক প্রতিবেদনে জানিয়েছে, নানা ধরনের আধুনিক সুবিধাসহ বাইকটিতে রয়েছে পা ও চাবি উভয় প্রক্রিয়ায় স্টার্ট দেয়ার সুবিধা। এর জ্বালানি ধারণক্ষমতা ১১.৫ লিটার। ৯৯.২৭ সিসির এই বাইকের ইঞ্জিন ৪ স্ট্রোক বিশিষ্ট। বাইকটির ওজন হবে ১০৮ কেজি। বাইকটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ হবে ৯০ কি.মি.। মোবাইলে বিদ্যুত বিল পরিশোধ সিলেট ও রংপুর অঞ্চলের বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) গ্রাহকরা ঘরে বসেই তাদের মাসিক বিল পরিশোধ করতে পারবেন। এ জন্য রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পিডিবি। রবি গ্রাহকরা তাদের নিজস্ব সংযোগ সিম ব্যবহার করে বিদ্যুত বিল পরিশোধ করতে পারবেন। তাছাড়া অন্য অপারেটরের গ্রাহকরা রবি ক্যাশ পয়েন্ট থেকে সাশ্রয়ীমূল্যে ও নির্ভরযোগ্য উপায়ে পিডিবির মাসিক বিদ্যুত বিল প্রদান করতে পারবেন। বিদ্যুত উন্নয়ন বোর্ডের বিল ব্যবস্থাপনার সঙ্গে রবির মোবাইল পেমেন্ট পদ্ধতির সমন্বয় করা হবে। মোবাইল ব্যবহারকারীরা এসএমএসের মাধ্যমে মাসিক বকেয়ার তথ্য পাবেন। বিল প্রদানের সর্বশেষ তারিখ মনে করিয়ে দিতে নির্দিষ্ট তারিখের আগে রবি একটি আগাম বার্তাসহকারে এসএমএস পাঠাবে। -বিজ্ঞপ্তি।
×