ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইরাকে ক্ষেপণাস্ত্র ও রকেট মোতায়েন ইরানের

প্রকাশিত: ০৬:২৬, ১৯ মার্চ ২০১৫

ইরাকে ক্ষেপণাস্ত্র ও রকেট মোতায়েন ইরানের

ইরাকে মোতায়েন ইরানের ভারি অস্ত্রশস্ত্রের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের কাছ থেকে ইরাকী শহর তিরকিত পুনর্দখলের অভিযানে সহায়তা করছে, এ অভিযাানে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে। এক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। খবর ইয়াহু নিউজ ও নিউইয়র্ক টাইমসের। অত্যাধুনিক রকেট ও ক্ষেপণাস্ত্র মোতায়েন ইরানের ইরাকে শক্তি ও প্রভাব বৃদ্ধির তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। ইরান এ অস্ত্রগুলো কয়েক সপ্তাহ আগে মোতায়েন করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো শনাক্ত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক তিন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরাক ৩০ হাজার সৈন্য নিয়ে একটি বাহিনী গঠন করেছে। এর দুই-তৃতীয়াংশই শিয়া-মিলিশিয়া এবং তাদের বেশিরভাগকেই প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছে ইরান। ইরান এ অস্ত্রগুলো এখনও ব্যবহার করেনি। তবে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, এই রকেট ও ক্ষেপণাস্ত্র জাতিগত উত্তেজনা বাড়াতে পারে এবং বেসামরিক নাগরিকের হতাহত হওয়ার ঝুঁকির প্রশ্ন তুলবে। ওইসব অস্ত্র যাতে সুনির্দিষ্ট লক্ষ্যস্থলেই আঘাত আনে তা নিশ্চিত করতে ব্যাপক মার্কিন প্রয়াসের কথা উল্লেখ করেন তিনি। আরেক মার্কিন কর্মকর্তা বলেন, কামান, রকেট বা অন্যান্য যে কোন অস্ত্র কিভাবে প্রয়োগ করা হয় তা এবং বেসামরিক লোকজন হতাহত বা আনুষঙ্গিক ক্ষয়ক্ষতির সম্ভাবনাই আমাদের প্রধান উদ্বেগের বিষয়।
×