ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গেইল চমকের অপেক্ষায় উইন্ডিজ

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ মার্চ ২০১৫

গেইল চমকের অপেক্ষায় উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি ক্রিস গেইল। গেইলকে ছাড়াই খর্ব শক্তির দল আরব আমিরাতকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রিস গেইল এখন সুস্থ হয়ে উঠছেন। যে কারণে কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলবেন তিনি। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। মূলত পিঠের ব্যথার কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ‘বি’ গ্রুপের শেষ ‘ডু অর ডাই’ ম্যাচে খেলতে পারেনি ‘ক্যারিবিয়ান দৈত্য।’ কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারে ওঠার লডাইয়ে যে কোনভাবেই হোক মাঠে ফিরতে মরিয়া গেইল। এ বিষয়ে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘গত এক বছর ধরে পিঠের সমস্যায় ভুগছে ক্রিস গেইল। সুতরাং কোন দিন ওর খারাপ যায়, আবার কোন দিন ভাল। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে ও আমাদের সেরা খেলোয়াড়কে নামাতে চাই। ১০০ ভাগ ফিট না-হলেও ওকে খেলানোর চেষ্টা করব।’ শুধু জেসন হোল্ডারই নয় বরং সাবেক অধিনায়ক ড্যারেন সামিও জানিয়েছেন কোয়ার্টার ফাইনাল মিস করছেন না হার্ডহিটার ওপেনার ক্রিস গেইল। এই পিঠের ব্যথার কারণে বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন ক্রিস গেইল। কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরির বিশ্বরের্কড গড়েন বাঁ-হাতি এই ক্যারিবিয়ান ওপেনার। জিম্বাবুইয়ের বিপক্ষে করা ক্রিস গেইলের ২১৫ রানের সেই ইনিংসই এখন বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ স্কোর। জিম্বাবুইয়ের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকিগুলোতে নিষ্প্রভ ছিলেন গেইল। বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে তার সংগ্রহে মোট ২৭৯ রান। তবে ক্রিস গেইল স্বরূপে ফিরলে যে যে কোন দলই আতঙ্কে থাকে তা স্বীকার করেছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসনও। তার মতে, ক্রিস গেইল ফর্মে ফিরলে ক্যারিবিয়ানদের থামানো মুশকিল হয়ে দাঁড়াবে। যে কারণে তিনিও তৈরি রাখছেন দলকে। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমরা অনেক তথ্য জোগাড় করেছি। তবে কোন একজন খেলোয়াড়কে নিয়ে অতিরিক্ত সময় খরচ করার পক্ষপাতী নই। অন্য দলের বিপক্ষে আমরা যেভাবে প্রস্তুতি নিয়ে থাকি, এখানেও তেমনই করছি।’ গেইলের মতো কোয়ার্টার ফাইনালে দল ফিরছেন নিউজিল্যান্ডের পেসার এ্যাডাম মিলনেও। এ বিষয়ে হেসন বলেন, ‘কাঁধের চোট সারিয়ে ও এখন পুরোপুরি ফিট। দলের সঙ্গে নিয়মিতই অনুশীলন করছে সে।’ তবে ক্যারিবিয়ানদের হালকাভাবে দেখতে নারাজ হেসন। এ বিষয়ে তার মন্তব্য, ‘ওরা ভয়ঙ্কর দল। যখনই তুমি মনে করবে ওরা চাপে পড়ে গেছে, তখনই কোন একজন ব্যাট বা বল হাতে বিধ্বংসী পারফর্মেন্স করে ম্যাচ ছিনিয়ে নিয়ে আসবে। নিজেদের দিনে ক্যারিবিয়ানরা সবসময়ই ব্যতিক্রম। ওদের নিয়ে ভবিষ্যদ্বাণী খাটে না। তাই সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা।’
×