ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৫. আয়াতিরিক্ত ব্যয় আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়? ক) আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে খ) অনুদানের সাথে যোগ করে গ) প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করে ঘ) প্রারম্ভিক মূলধন তহবিল থেকে বিয়োগ করে ১৬. যারা শেয়ার ক্রয় করে তারা কোম্পানির - র. মালিক রর. শেয়ারহোল্ডার ররর. মূলধনের যোগানদাতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত থাকার ফলাফল- র. ১০০ টাকার অধিক পাওনা আদায়ের জন্য মামলা করতে পারে না রর. তৃতীয়পক্ষ অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে ররর. ১০০ টাকার অধিক পাওনা আদাযের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) র র ও ররর ঘ) র, রর ও ররর ১৮. মোট লাভ অনুপাত বেশি হলে ব্যবসায়ের কী হয়? ক) মুনাফা অর্জন ক্ষমতা কমে যায় খ) মুনাফা অর্জন ক্ষমতা বেড়ে যায় গ) সম্পত্তির পরিমাণ কমে যায় ঘ) বিক্রয়ের পরিমাণ বেড়ে যায় ১৯. আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বাদ দেয়া হয় র. কু-ঋণ রর. কু-ঋণ সঞ্চিতি ররর. প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. যে কারণে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস ও মুনাফা বৃদ্ধি পায় র. সঠিক পরিকল্পনা রর. মালের রক্ষণাবেক্ষণ ররর. মালের হিসাব নিকাশ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২১. জামশেদ খান তার ব্যবস্থাপকদের বিক্রয় বাজেট প্রণয়নের নির্দেশ দেন। এক্ষেত্রে ব্যবস্থাপক জহির চৌধুরী বিক্রয় বাজেট প্রণয়নের পূর্বে কোনটি সম্পর্কে অবহিত হতে হয়? ক) সরকারের নীতিমালা খ) উৎপাদন ক্ষমতা গ) শ্রম ব্যবস্থা ঘ) আর্থিক ক্ষমতা ২২. অতীত বিক্রয় সম্বন্ধে গুরুত্বের সঙ্গে বিশ্লেষনের প্রয়োজন হয়- র. প্রতিষ্ঠানের বিক্রয়ের উন্নতির ধারা রর. প্রতিষ্ঠানের যে শিল্পের অন্তর্গত সেই শিল্পের ররর. বিক্রয়ের ঋতুগত পরিবর্তনের গতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৩. যেসব শ্রমিক উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাদের মজুরিকে কোন মজুরি বলে? ক) প্রত্যক্ষ মজুরি খ) পরোক্ষ মজুরি গ) নিট মজুরি ঘ) প্রাপ্য মজুরি ২৪. নিচের কোনটির মাধ্যমে মোট লাভ নির্ণীত হয়? ক) বিক্রিত পণ্যের চেয়ে মোট আয় বেশি হলে খ) বিক্রিত পণ্যের ব্যয়ের চেয়ে বিক্রয় বেশি হলে গ) বিক্রয়ের চেয়ে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে ঘ) মোট আয়ের চেয়ে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে ২৫. কোনটি অর্থায়ন কার্যাবলিতে নগদ অর্থের নির্গমন ঘটায়? ক) ঋণকৃত অর্থ পরিশোধ খ) শেয়ার বিক্রয়লব্ধ অর্থ গ) দীর্ঘমেয়াদি ঋণপত্র ইস্যু ঘ) সবগুলোই ২৬. কোম্পানি গঠনের উদ্দেশ্যে যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলে - ক) পরিচালক খ) ব্যবস্থাপক গ) প্রবর্তক ঘ) শেয়ার মালিক ২৭. অব্যবসায়ী প্রতিষ্ঠান নিম্নের কোনটি প্রস্তুত করে না? ক) নগদান হিসাব খ) আয়-ব্যয় বিবরণী গ) প্রাপ্তি-প্রদান হিসাব ঘ) লাভ-ক্ষতি হিসাব ২৮. প্রত্যেকটি উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না যে ব্যয় তাকে কী বলে? ক) প্রত্যক্ষ ব্যয় খ) পরোক্ষ ব্যয় গ) কারখানা ব্যয় ঘ) উৎপাদন ব্যয় ২৯. বৃত্তি তহবিলে দেখানো হয়- র. আয়-ব্যয় বিবরণীতে রর. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে ররর. আর্থিক অবস্থার বিবরণীর দায় পার্শ্বে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×