ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ন্যুক্যাম্পে ফের বার্সিলোনা-ম্যানসিটি মুখোমুখি

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মার্চ ২০১৫

ন্যুক্যাম্পে ফের বার্সিলোনা-ম্যানসিটি মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ সিটির মাঠে প্রথম লেগের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সিলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে সেই একই প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সা। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে শেষ আট নিশ্চিত করার মিশনে নামছেন মেসি, নেইমার, সুয়ারেজরা। ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় আছে জুভেন্টাসও। আজ দ্বিতীয় লেগের ম্যাচে স্বাগতিক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে লড়বে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রথম লেগের ম্যাচের আগে সে কি হুঙ্কার! মনে হচ্ছিল স্প্যানিশ পরাশক্তিদের গিলে খাবে ইংলিশ চ্যাম্পিয়নরা। কিন্তু ময়দানী লড়াইয়ে সব ফিকে হয়ে যায়। বার্সিলোনার ছন্দময় ফুটবলের কাছে আবারও হার মানতে হয় গতিধর ম্যানচেস্টার সিটিকে। গত ২৪ ফেব্রুয়ারি শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে অতিথি বার্সার কাছে ২-১ গোলে হার মানে সিটি। কাতালানদের জয়ের নায়ক উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। সমালোচিত এই তারকা একাই করেন জোড়া গোল। সিটির হয়ে এক গোল পরিশোধ করেন আর্জেন্টাইন তারকা সার্জিও এ্যাগুয়েরো। একই রাতে টুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারায় স্বাগতিক ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন কার্লোস তেভেজ ও আলভারো মোরাটা। জার্মান ক্লাব ডর্টমুন্ডের হয়ে গোল করেন মার্কো রিউস। প্রথম লেগের নিজ নিজ ম্যাচ জিতে তাই কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে আছে বার্সিলোনা ও জুভেন্টাস। এ কারণে আজ রাতে সিটি ও ডর্টমুন্ডের ভাগ্যের চাকা পরিবর্তনের লড়াই। গত মৌসুমেও একই মঞ্চে নিজেদের মাঠে বার্সার কাছে হেরেছিল সিটি। এ কারণে প্রথম লেগে প্রতিশোধের মিশন ছিল ম্যানুয়েল পেলেগ্রিনির দলের। কিন্তু প্রতিশোধ দূরে থাক, আবারও হারের বেদনায় জ্বলতে হয় ইংলিশ চ্যাম্পিয়নদের। দ্বিতীয় লেগের ম্যাচেও আগেও দলটি আছে কোণঠাসা অবস্থায়। প্রিমিয়ার লীগে দুর্বল বার্নলির কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ধূসর হয়েছে। অন্যদিকে বার্সা আছে দুর্দান্ত ফর্মে। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে লুইস এনরিকের দল। তার উপর আজ নিজেদের মাঠে খেলবে কাতালানরা। বার্সার কোয়ার্টার ফাইনালে ওঠাটা তাই একপ্রকার নিশ্চিত বলে মনে করছেন ফুটবল প-িতরা। আগের ম্যাচে পেনাল্টি মিস করে দলের বড় জয়ে বাগড়া দেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন তারকা কি করেন সেদিকে দৃষ্টি সবার।
×