ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালদ্বীপ ফুটবলে সাবিনার চমক

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মার্চ ২০১৫

মালদ্বীপ ফুটবলে সাবিনার চমক

স্পোর্টস রিপোর্টার ॥ বিদেশী কোন ক্লাবে খেলা প্রথম বাংলাদেশী ফুটবলার হলেন বাফুফের বর্তমান সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। তিনি ১৯৭৫ সালের হংকংয়ের এফসি ক্যারোলিনে খেলেছিলেন। এর ৪০ বছর পর বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশী কোন ক্লাবের হয়ে খেলা প্রথম খেলোয়াড়ে পরিণত হন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সহ-অধিনায়ক এবং ফরোয়ার্ড সাবিনা খাতুন। এটা পুরনো খবর। নতুন খবর হলোÑ ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মালদ্বীপে চলমান ক্লাবভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ‘ক্লাব মালদ্বীপস ওমেন্স ফুটসাল ফিয়েস্তা ২০১৫’-এ মঙ্গলবার অংশ নিয়েছেন সাবিনা এবং প্রথম ম্যাচেই করেছেন বাজিমাত। তার দল মালদ্বীপ পুলিশ ক্লাব শুভসূচনা করেছে বিশাল জয় পেয়ে। প্রতিপক্ষ এম ই ই ক্লাবকে তারা হারিয়েছে ৭-০ গোলে। এ ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোলই করেছেন সাবিনা। প্রথমার্ধেই তিন গোল করেন। অন্যটি দ্বিতীয়ার্ধে। ম্যাচসেরাও হন তিনি। সাবিনা। এর আগে মালদ্বীপ আর্মি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি (মালদ্বীপ আর্মির বিরুদ্ধে সে ম্যাচে সাবিনার দল জেতে ৭-৪ গোলে)। পাইওনিয়ার ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ চলমান পাইওনিয়ার ফুটবল লীগে মঙ্গলবারের ম্যাচে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে মালিবাগ ইস্ট বেঙ্গল ক্লাব ২-০ গোলে তেজগাঁও ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবকে, আনসার ভিডিপি ঢাকা রেঞ্জ ক্লাব ১-০ গোলে উত্তরা ফ্রেন্ডস ক্লাবকে; বাসাবো মাঠে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে তারেক রহমান স্পোর্টিং ক্লাবকে, ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ প্রথম গলি ৪-০ গোলে কমিশনার শফিউদ্দিন স্মৃতি সংসদকে; মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ধানম-ি ফুটবল একাডেমি ৪-২ গোলে মোহাম্মদপুর কিশোর ফুটবল ক্লাবকে, তোতা স্পোর্টস একাডেমি ১-০ গোলে কামরুল স্পোর্টিং ক্লাবকে; লালবাগের হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে আমলীগোলা ফুটবল ক্লাবকে এবং আব্দুল হাদীলেন যুব সংঘ ২-১ গোলে হাজী মফিজ ফুটবল একাডেমি হারায়।
×