ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৫, ১৭ মার্চ ২০১৫

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

অধ্যায় দ্বিতীয় প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ২য় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। নৈর্ব্যক্তিক প্রশ্ন : ক) বহুনির্বাচনী প্রশ্ন : (সঠিক উত্তরটি তোমার খাতায় লিখ) ১. কবে পলাশীর যুদ্ধ হয়েছিল? ক) ১৭৫৫ সালের ১লা জানুয়ারি খ) ১৭৫৬ সালের ২৩শে জুন গ) ১৭৫৬ সালের ৩০শে অক্টোবর ঘ) ১৭৫৭ সালে ২৩শে জুন ২. ১৯০৫ সালে কী হয়েছিল? ক) সিপাহি বিদ্রোহ খ) বাংলা ভাগ গ) ভারত বিভক্তি ঘ) ফকির সন্ন্যাসী বিদ্রোহ ৩. কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? ক) ক্ষুদিরাম খ) চিত্তরঞ্জন দাশ গ) তিতুমীর ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়? ক) ১৯৪৫ খ) ১৯৪৭ গ) ১৯৪৯ ঘ) ১৯৫০ ৫. ১৮৫৭ সালে কী হয়েছিল? ক) সিপাহি বিদ্রোহ খ) বাংলা ভাগ গ) ভারত বিভক্তি ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৬. বাংলার শেষ নবাব কে? ক) আলিবদী খাঁ খ) লর্ড ক্লাইভ গ) মীর জাফর ঘ) সিরাজউদ্দোলা ৭. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হন? ক) ২৩ খ) ২২ গ) ২৪ ঘ) ২৫ ৮. বাংলা ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী? ক) ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী খ) ইউরোপীয় কোম্পানী গ) ইংরেজ কোম্পানী ঘ) ভারত-ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ৯. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ক) ১৭৫৭ সাল খ) ১৭৬৪ সাল গ) ১৮৫৭ সাল ঘ) ১৭৪৬ সাল ১০. ইংরেজ শাসনের ভিত্তি এদেশে কত সালে স্থাপিত হয়? ক) ১৬০১ খ) ১৬৬৭ গ) ১৭০৯ ঘ) ১৭৫৭ ১১. কোম্পানির শাসন রদ করে কত সালে ক) ১৮৫৭ সালে খ) ১৭৫৭ সালে গ) ১৮৭৫ সালে ঘ) ১৬৬৫ সালে ১২. কার ষড়যন্ত্রে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে গেলেন। ক) আলীবর্দী খান খ) মীর জাফর গ) লর্ড ডালহৌসি ঘ) কাসিম ১৩. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে কোন যুদ্ধ দায়ী? ক) পানিপথের যুদ্ধ খ) পলাশীর যুদ্ধ গ) তরাইন যুদ্ধ ঘ) বক্সারের যুদ্ধ ১৪. ইংরেজ শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ক) ‘ভাগ করো শোষণ করো’ নীতি খ) ‘ভাগ কর শাসন কর’ নীতি গ) ‘ভাগ করো অর্থ পাচার করো’ নীতি ঘ) ‘ভাগ করো বিভাজন করো’ নীতি ১৫. বাংলায় কত সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়? ক) ১২৭৬ সালে খ) ১২৬৭ সালে গ) ১১৭৬ সালে ঘ) ১১৬৭ সালে ১৬. বাংলায় নবজাগরণ ঘটে কোন শতকে? ক) ১৮ শতকে খ) ১৯ শতকে গ) ২০ শতকে ঘ) ২১ শতকে ১৭. প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা নিচের কোন্িট? ক) ফকির সন্ন্যাসী বিদ্রোহ খ) তিতুমীরের বিদ্রোহ গ) সিপাহি বিদ্রোহ ঘ) ফরায়েজি আন্দোলন ১৮. কার নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। ক) তিতুমীর খ) ফরায়েজী গ) মঙ্গলপাণ্ডে ঘ) রামমোহন রায়
×