ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিযোগ নাকচ করলেন ইলিয়াস হোসাইন

প্রকাশিত: ০৬:৫৬, ১৭ মার্চ ২০১৫

অভিযোগ নাকচ করলেন ইলিয়াস হোসাইন

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশে প্রচার হওয়া ‘ভালবাসার জয়’ শিরোনামের গানের বিরুদ্ধে যে সুর চুরির অভিযোগ করা হয়েছে, তা নাকচ করছেন শিল্পী ইলিয়াস হোসাইন। ‘ভালবাসার জয়’ গানটি গেয়েছেন শিল্পী ইলিয়াস হোসাইন এবং লাবণ্য। অভিযোগে বলা হয়েছে, ওপার বাংলার ‘বিন্দাস’ শিরোনামের একটি চলচ্চিত্রে ‘ভালবেসে কোন ভুল করিনি আমি’ গানটির সুর নকল করে নির্মাণ করা হয়েছে ‘ভালবাসার জয়’ গানটি। তবে এই অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছেন ভালবাসার জয় গানটির শিল্পী ইলিয়াস এবং সুরকার অয়ন চাকলাদার। জানা গেছে, ভারতের ওই গণমাধ্যমের প্রতিবেদনে ‘ভালবেসে কোন ভুল করিনি আমি’ গানটির সুরকার, শিল্পী ও সঙ্গীত পরিচালক অরিন্দম বলেন, ফেসবুকের ভক্তদের মাধ্যমে আমি গানটির সম্পর্কে জানতে পেরেছি। আমার গানটি থেকে ওই গানটির সুরে কিছু মৌলিক অনুকরণ রয়েছে। তবে আমি গানটির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছি না। বরং আমি খুশি যে, আমার গান থেকে অন্য মিউজিশিয়ানরা অনুপ্রাণিত হয়েছে। তবে আরও বেশি খুশি হতাম এই অনুকরণ না করলে। একই প্রতিবেদনে ‘ভালবেসে কোন ভুল করিনি আমি’ গানটির গীতিকার প্রসেন বলেছেন, গানটির কথায় পরিবর্তন এনে হুবহু সুর অনুকরণ করা হয়েছে। এই প্রসঙ্গে ভালবাসার জয় গানটির শিল্পী ইলিয়াস হোসেন বলেন, যারা অভিযোগ এনেছেন তাঁদের প্রতি সম্মান রেখেই বলতে চাই গান দুটির সুরে সামান্যই মিল আছে। এরকম মিল আরও অনেক গানে খুঁজলেই পাওয়া যাবে। আমার মনে হয় না ওই গানটির সঙ্গে গানটির এমন কোন মিল আছে যার জন্য গানটিকে নকল কিংবা কপি বলা যায়। এ প্রসঙ্গে ‘ভালবাসার জয়’ গানটির সুরকার অয়ন চাকলাদার বলেন, গানের প্যাটার্ন মিলতেই পারে। একই প্যাটার্নে তো অনেক গানই হয়। মূল বিষয় হচ্ছে সুর। গান দুটির সুরের নোটেশন বিশ্লেষণ করলে অনায়াসেই পার্থক্য পাওয়া যাবে। গান দু’টিতে মিল থাকতে পারে কিন্তু পার্থক্যও অনেক। ভালবাসার জয় গানের গীতিকার স্নেহাশীষ ঘোষ বলেন, গানটি কথার ওপর সুর করা হয়েছে। হয়ত গানের কথাগুলো দেখেই সুরকারের মনে এমন একটি সুর এসেছে। তবে যে গানটি থেকে সুর চুরির অভিযোগ আনা হয়েছে আমি সে গানটির সঙ্গে আমার লেখা গানটির সুরের তেমন কোন মিল পাইনি।
×