ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় দুটি প্রদর্শনী মুক্তিযোদ্ধা নারীর গল্পের নাটক ‘যমুনা’

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ মার্চ ২০১৫

ঢাকায় দুটি প্রদর্শনী মুক্তিযোদ্ধা নারীর গল্পের নাটক ‘যমুনা’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের একজন ভাস্কর ও মুক্তিযোদ্ধা নারীর ব্যক্তিগত লড়াই ও বেঁচে থাকার গল্প নিয়ে তৈরি হয়েছে ইংরেজী ভাষায় মঞ্চ নাটক ‘যমুনা’। বাংলাদেশের ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পকর্ম ও জীবন এ নাটকের মূল উপজীব্য। লন্ডনভিত্তিক দল থিয়েটার ফোকস ‘যমুনা’ নাটকটি প্রযোজনা করেছে। নাটকটি আবারও ঢাকায় দুটি মঞ্চায়ন হতে যাচ্ছে। আগামী ২১ মার্চ ঢাকায় জাতীয় নাট্যাশালার পরীক্ষণ থিয়েটার হলে এবং এর পরদিন ২২ মার্চ ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবনে আরও একটি প্রদর্শনী হবে। থিয়েটার ফোকস সূত্রে জানা গেছে, জাতীয় নাট্যশালায় ‘দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’ এ আমন্ত্রিত হয়ে নাটকটি মঞ্চস্থ হবে এবং ছায়ানটের প্রদর্শনীটির আয়োজন করছে এ্যাকশন এইড। ‘যমুনা’ নাটকটি রচনা করেছেন সেলিনা শেলী। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিনা শেলী, মাঞ্জুরুল হুসাইন, অদিতা হাসান, নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও সোমা। ‘যমুনা’ নাটকের আলোক পরিকল্পনা করেছেন মোহাম্মদ আলী হায়দার, সেট ও প্রপস মাঞ্জুরুল হুসাইন শামীম, সঙ্গীত পরিকল্পনায় সুমেল চৌধুরী এবং কোরিওগ্রাফি করেছেন সামিনা লুৎফা নিত্রা। নাটকটি ইংরেজীতে অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী। প্রসঙ্গত, লন্ডনের ব্রিটিশ আর্ট কাউন্সিল ইউকের অর্থায়নে ২০১২ সালে থিয়েটার ফোকস ‘যমুনা’ নাটকটি মঞ্চে আনে। থিয়েটার ফোকস মূলত ইংল্যান্ডের অক্সফোর্ড শহরের নাটক দল। লন্ডনের মূলধারার নাট্যচর্চার সঙ্গে যুক্ত আছে দলটি। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে ‘ম্যাকবেথ’ ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ৩৬তম প্রযোজনা ‘ম্যাকবেথ’। উইলিয়াম শেক্সপিয়রের ৪৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজন করেছে চার দিনব্যাপী ‘শেক্সপিয়র নাট্যোৎসব’। এতে আগামী বৃহস্পতিবার ‘ম্যাকবেথ’ মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছে পদাতিক নাট্য সংসদ। পদাতিক সূত্রে জানা গেছে, শেক্সপিয়র নাট্যোৎসব আজ ১৭ মার্চ শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। এই উৎসবে ১৯ মার্চ মঞ্চস্থ হবে পদাতিকের নাটক ‘ম্যাকবেথ’। শেক্সপিয়রের নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, শামছি আরা সায়েকা, মশিউর রহমান, হামিদুর রহমান পাপ্পু, জাবেদ পাটওয়ারী, মহিউদ্দিন জুয়েল, ইকরাম, শুভ, জনি, রাসেল, জয়, তন্ময় ও লিমন। নির্দেশনা ও পরিকল্পনা সহযোগিতায় রয়েছেন সঞ্জীব কুমার দে, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীতে শিশির রহমান, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয় ও মঞ্চ পরিকল্পনায় সুদীপ্র চক্রবর্তী।
×