ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় স্কুল হকি

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ মার্চ ২০১৫

জাতীয় স্কুল হকি

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের খেলায় বিন্দুবাসিনী সরকারী উচ্চ বিদ্যালয় ২-১ গোলে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়কে, পিএম পাইলট উচ্চ বিদ্যালয় ২-১ গোলে পটুয়াখালী সরকারী যুবলী স্কুলকে, আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুলকে হারায়। দিনাজপুর পুলিশ লাইন্স স্কুল গোলশূন্য ড্র করে মোহাম্মদ মোকন হাই স্কুলের সঙ্গে। বিশ্ব মহিলা দাবায় লিজা স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে রাশিয়ার সোচিতে শুরু হচ্ছে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। বিশ্বের ৬৪ বাছাইকৃত মহিলা দাবাড়ু এ ইভেন্টে অংশ নিচ্ছেন। বাংলাদেশের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ২০১৩ সনের এশিয়ান জোনাল ৩.২-এর চ্যাম্পিয়ন হিসেবে এ ইভেন্টে অংশ নিচ্ছেন। লিজা হচ্ছেন প্রথম বাংলাদেশী মহিলা খেলোয়াড়, যিনি এ আসরে খেলার সুযোগ পেয়েছেন। নকআউট ভিত্তিতে লিজা প্রতিপক্ষ লিথুনিয়ার গ্র্যান্ডমাস্টার কমিলিট ভিক্টোরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন। গ্র্যান্ডমাস্টার্স দাবা স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের কলকাতার হো চি মিন স্ট্রিটে সোমবার শুরু হয়েছে ‘এলআইসি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা।’ পশ্চিমবঙ্গের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার চেস একাডেমি এ প্রতিযোগিতার আয়োজক। বাংলাদেশের ১০ দাবাড়ু এ ইভেন্টে অংশ নিচ্ছেন। এছাড়া ১১ দেশের ২৭ গ্র্যান্ডমাস্টার, ৪ মহিলা গ্র্যান্ডমাস্টার, ২৪ আন্তর্জাতিক মাস্টার ও ২ মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৩১ দাবাড়ু এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। পাইওনিয়ার ফুটবল স্পোর্টস রিপোর্টার ॥ চলমান পাইওনিয়ার ফুটবল লীগে সোমবারের ম্যাচে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে গাজীপুর সিটি ফুটবল একাডেমি ২-০ গোলে খেলাঘর ক্রীড়া চক্রকে হারায়। গাজীপুর একাদশ ১-১ গোলে ড্র করে কাশিমপুর ফুটবল একাদশের সঙ্গে। বাসাবো মাঠে আরামবাগ ফুটবল একাডেমি ২-০ গোলে মুড়াপাড়া স্পোর্টিং ক্লাবকে, খিলগাঁও জাগরণী সংসদ ৪-০ গোলে খিলগাঁও প্রগতি সংসদকে; মোহাম্মদপুর ঈদগাহ মাঠে মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ৩-০ গোলে নাছির ফুটবল একাডেমিকে, সিলেট লন্ডন টাইগার্স ৩-০ গোলে আলী ইমাম ফুটবল একাডেমিকে; লালবাগের হাজী আব্দুল আলীম ঈদগাহ মাঠে আর এ্যান্ড ডি ক্রীড়া চক্র ৬-০ গোলে আবুল হাসনাত রোড একাদশকে, লালবাগ তরুণ সংঘ ৩-০ গোলে লালবাগ একতা যুব সংঘকে; আউটার স্টেডিয়ামে মাসদাইর যুব সংসদ ২-১ গোলে লুৎফর রহমান ফুটবল একাডেমিকে এবং বাংলাদেশ বয়েজ ক্লাব চট্টগ্রাম ৪-২ গোলে ঢাকা একাদশকে হারায়। জুনিয়র টিটি স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন জাতীয় জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের স্পন্সর হলো সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক। সোমবার টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আবদুল করিমের কার্যালয়ে আট লাখ টাকার চেক হস্তান্তর করেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির, কোষাধ্যক্ষ তাজউদ্দিন পাপ্পু, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গোলাম নবী এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আইটিএফ এশিয়ান টেনিসে ইসতিয়াক স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাংককে ১৬-২৬ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ ডিভিশন-১’ টেনিস। প্রতিযোগিতায় ভারত, চীন, চাইনিজ তাইপে, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স এবং কাজাখস্তান অংশগ্রহণ করবে। উল্লেখ্য, গত ২০-২৮ ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ ১৪ বছর গ্রুপের ডিভিশন-২’ প্রতিযোগিতার ফলের ভিত্তিতে বাংলাদেশের মোহাম্মদ ইসতিয়াককে আইটিএফ দলে অন্তর্ভুক্ত করা হয়।
×