ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাটলেটিকো, আর্সেনালের কঠিন চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ মার্চ ২০১৫

এ্যাটলেটিকো, আর্সেনালের কঠিন চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে আজ রাতে মাঠে নামছে এ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে খেলবে স্প্যানিশ ক্লাব ও আসরের বর্তমান রানার্সআপ এ্যাটলেটিকো মাদ্রিদ। এই পর্বের আরেক ম্যাচে ফরাসী ক্লাব মোনাকোর বিরুদ্ধে খেলবে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে এ্যাটলেটিকো ও আর্সেনাল দুই দলই হারের স্বাদ পায়। লেভারকুসেনের মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে এ্যাটলেটিকো। আর নিজেদের মাঠে মোনাকোর কাছে ৩-১ গোলের অবিশ্বাস্য ব্যবধানে হার মানে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে বড় ব্যবধানে হারের কারণে আর্সেনালের কোয়ার্টার ফাইনালে উঠাটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শেষ আট নিশ্চিত করতে হলে আজ মোনাকোর মাঠে অবিশ্বাস্য ফুটবলই খেলতে হবে। শুধু জয় পেলেই চলবে না, ব্যবধানটাও হতে হবে অনেক বড়। আর্সেন ওয়েঙ্গারের দল তা পারে কিনাÑ সেটাই দেখার। দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমরা মোনাকোর বিরুদ্ধে খেলতে প্রস্তুত। এটা আমাদের অগ্নিপরীক্ষা। আমাদের জন্য এটা বড় একটা সপ্তাহ। এরপর ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে। ফলাফল অনুকূলে নেয়ার জন্য সম্ভাব্য সবকিছু করব আমরা। বাজে হারে ২০১০ সালের পর ফের চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন একপ্রকার শেষ হয়ে গেছে আর্সেনালের। ঘরের মাঠে জঘন্য হারের কারণেই টুর্নামেন্ট থেকে গানার্সদের বিদায় প্রায় নিশ্চিত। গত ২৫ ফেব্রুয়ারি এমিরেটস স্টেডিয়ামে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্সেনালকে চমকে দেয় মোনাকো। ম্যাচের ৩৮ মিনিটে জফ্রে কন্ডোগবিয়ার দূরপাল্লার শটে এগিয়ে যায় মোনাকো। শটটি আর্সেনালের ডিফেন্ডার পের মার্টেজাকারের গায়ে লেগে দিক পাল্টিয়ে জালে প্রবেশ করায় কিছুই করার ছিল না স্বাগতিক গোলরক্ষক ডেভিড অসপিনার। বিরতির পর ৫৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসী ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড় দিমিটার বার্বাটোভ। এরপর প্রাণান্ত চেষ্টা করেও গোল পাচ্ছিল না আর্সেনাল। ম্যাচের যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করেন এ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। এই গোলে কিছুটা স্বস্তি ফিরলেও ম্যাচের শেষ মিনিটে স্বাগতিকদের ফের হতাশায় ডুবতে হয়। শেষ বাঁশি বাজার মুহূর্তে (৯৪ মিনিট) মোনাকোর হয়ে তিন নম্বর গোল করেন ইয়ানিক ফেরেইরা-কারাস্কো। প্রতিপক্ষের মাঠে দারুণ এই জয়ে শেষ আটে খেলা সময়ের ব্যাপার মোনাকোর! দলটির কোচ লিওনাদ্রো জারডিম অবশ্য বলেছেন, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কারণ আর্সেনাল ভাল দল, তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। প্রথম লেগে হারলেও আর্সেনালের তুলনায় কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় আছে এ্যাটলেটিকো। লেভারকুসেনের মাঠে ১-০ গোলে হেরে এলেও দ্বিতীয় লেগে নিজেদের মাঠে খেলার সুবিধা পাচ্ছে স্প্যানিশ লা লীগার চ্যাম্পিয়নরা।
×