ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমলার ভয় মালিঙ্গা

প্রকাশিত: ০৬:২৫, ১৭ মার্চ ২০১৫

আমলার ভয় মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত খেলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার সিডনিতে তাদের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা। আর প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন প্রোটিয়াদের অন্যতম সেরা ব্যাটসম্যান হাসিম আমলা। এ বিষয়ে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা দারুণ দল। তাছাড়া বিশ্বকাপে ওরা বরাবরই ভাল লড়াই করে। সাম্প্রতিক অতীতে ওদের বিপক্ষে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। আশা করি সেই অভিজ্ঞতাই কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে কাজে লাগবে। এবারের বিশ্বকাপে লঙ্কানদের সেরা বোলার লাসিথ মালিঙ্গা। আর এই মালিঙ্গাকে নিয়ে চিন্তিত হাসিম আমলাও। এ বিষয়ে তিনি বলেন, ‘দুই দলই একে অপরের শক্তি-দুর্বলতা জানায় এখানে লড়াইটা অন্যমাত্রা পাবে। তবে বিভিন্ন কারণে মালিঙ্গা অসাধারণ বোলার। ওর বোলিং এ্যাকশন বাকিদের থেকে আলাদা এবং ধারাবাহিক। সম্ভবত ডেথ ওভারে ক্রিকেট বিশ্বের সেরা বোলার সে। ভাগ্যিস ওর বিরুদ্ধে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে। কিন্তু সবটাই নির্ভর করবে সেই দিন আমরা কেমনভাবে ওকে সামলাচ্ছি তার ওপর।’ বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বটা সবসময়ই বাধা হয়ে দেখা দেয় দক্ষিণ আফ্রিকার সামনে। তবে এবার ইতিহাস বদলাবে বলে আশাবাদী আমলা, ‘এটা খুব গুরুত্বপূর্ণ। অতীত আমাদের সবার মাথাতেই রয়েছে। এটাই নতুন ইতিহাস গড়ার জন্য আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। কিন্তু কিছু দল কয়েক মাস ধরে দেশের বাইরে সিরিজ খেলে চলেছে। আমরা বিশ্বকাপের প্রস্তুতিটা ঘরে বসে নিতে পেরেছি। এটা আমাদের জন্য অতিরিক্ত সুবিধা, যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।’ বিশ্বকাপের গ্রুপপর্বের ৬ ইনিংসে আমলার সংগ্রহে ৩০৭ রান। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও আমলা কোয়ার্টার ফাইনাল নিয়ে আশাবাদী। কিন্তু চিন্তিত ডি’ককের অফ ফর্ম নিয়ে। ছয় ম্যাচে যিনি মাত্র ৫৩ রান করতে পেরেছেন। তবে তাঁর আগ্রাসী মনোভাবের জন্যই ডি’কক তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছেন- এমন তত্ত্ব মানছেন না আমলা। তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে শুরুতে লুজ বল পেলে আপনি তাড়াতাড়ি রান তুলতে চাইবেন। সব সময় সচেতনভাবে সেটা সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে ও দারুণভাবে নিজেকে তুলে আনে। আবার কখনও সেটা হয় না।’
×