ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে হোটেলে বোমা রেখে ৩ কোটি টাকা দাবি দুর্বৃত্তদের

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ মার্চ ২০১৫

চট্টগ্রামে হোটেলে বোমা রেখে ৩ কোটি টাকা দাবি দুর্বৃত্তদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হোটেল পেনিনসুলার অভ্যন্তরে বোমা রাখার হুমকি দিয়ে ৩ কোটি টাকা দাবি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরের পর থেকে এ নিয়ে আতঙ্ক বিরাজ করে হোটেলের দেশী বিদেশী বোর্ডার ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তবে পুলিশ হোটেলে তল্লাশি করে এ ধরনের কিছু পায়নি। সিএমপির চকবাজার থানার ওসি আতিক আহমেদ সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে হোটেল পেনিনসুলার ল্যান্ডফোনে একটি কল আসে। অজ্ঞাত স্থান থেকে আসা এ ফোনে জানানো হয়, হোটেলের অভ্যন্তরে শক্তিশালী বোমা রাখা আছে। ৩ কোটি টাকা না দিলে এর বিস্ফোরণ ঘটিয়ে হোটেল ভবন উড়িয়ে দেয়া হবে। এতে আতঙ্কিত হয়ে পড়েন হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি তাঁরা পুলিশকে অবহিত করলে গোয়েন্দা পুলিশ ও চকবাজার থানা পুলিশ তল্লাশি শুরু করে। হোটেল পেনিনসুলার জনসংযোগ বিভাগ জানায়, তল্লাশিতে তেমন কিছুর সন্ধান মেলেনি। তবে দেশী বিদেশী বোর্ডারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
×