ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে এবার বৃত্তি পেল ৫৪ হাজার ৪৮১ জন

প্রকাশিত: ০৮:২৯, ১৬ মার্চ ২০১৫

প্রাথমিকে এবার বৃত্তি পেল ৫৪ হাজার ৪৮১ জন

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৫৪ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এবার বৃত্তি পেল। যাদের মধ্যে ২১ হাজার ৯৮৩ জন মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৩২ হাজার ৪৯৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এছাড়া এবার প্রতিবন্ধী তিন হাজার ৫৬৩ জন উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন বৃত্তি পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছেন। এবার মোবাইল এ্যাপ থেকেও বৃত্তির ফল জানা যায়। যে কোন এ্যানড্রয়েড মোবাইল থেকে এ্যাপটি ডাউনলোড করা যায়। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (িি.িফঢ়ব.মড়া.নফ) থেকেও বৃত্তিপ্রাপ্তদের তালিকা জানা যাচ্ছে। আগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিয়ে বৃত্তি দেয়া হলেও ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হচ্ছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা পাবে মাসিক ২০০ টাকা। আর সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা পাবে মাসিক ১৫০ টাকা হারে বৃত্তি। দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা তিন বছর বৃত্তির অর্থ পাবেন। গেল বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাস করেছে ৯৭ দশমিক ৯২ শতাংশ শিশু। সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ২৪ হাজার ৪১১। দেশের সর্ববৃহত এ পাবলিক পরীক্ষার জন্য অংশ নিয়েছিল মোট ২৯ লাখ ৪৯ হাজার ৭৫৫ জন ছাত্রছাত্রী। এর মধ্যে পাস করেছে ২৮ লাখ ৮৩ হাজার ৩৫৬ জন।
×