ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বপ্ন নিয়ে থাইল্যান্ড গেল আরচারি দল

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ মার্চ ২০১৫

স্বপ্ন নিয়ে থাইল্যান্ড গেল আরচারি দল

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ স্টেজ-২’তে অংশ নিতে আজ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ আরচারি দল। ১৭ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ১২ আরচারসহ ১৫ সদস্যের দল যাচ্ছে এ টুর্নামেন্টে অংশ নিতে। এর মধ্যে ৮ পুরুষ ও ৪ জন মহিলা আরচার রয়েছেন। এ আসরে মোট ৩০টি দেশ অংশ নিচ্ছে। আর এ সফরে আরচারি ফেডারেশনকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা গ্রুপ, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনী। এ উপলক্ষে রবিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি দলের দলনেতা ও ফেডারেশনের সহ-সভাপতি এম শোয়েব চৌধুরী, সহ-সভাপতি ও প্রশিক্ষণ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আনিসুর রহমান দিপু, ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও মিডিয়া কমিটির সদস্য, ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম টিপু এবং দলের প্রশিক্ষক নিশীথ দাস। সংবাদ সম্মেলনে আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, ‘এ দলটির বেশিরভাগ আরচারই নতুন। শেখ সজীব ও শ্যামলীসহ মাত্র ৩ জন আরচ্যার আছেন আগের। গত বছর এ টুর্নামেন্টে অংশ নিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবারও আমরা ভাল করার আশা করছি।’ বাংলাদেশ আরচারি ফেডারেশনের সহ-সভাপতি ও এ সফরের দলনেতা এম শোয়েব চৌধুরী জানান, ‘গতবারের মতো এবারও ভাল খেলে স্বর্ণ জিততে চাই। সেই সঙ্গে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ পুরুষ আরচার হলেন, শেখ সজীব, মোহাম্মদ তামিমুল ইসলাম, মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ জাবেদ আলম, আনোয়ারুল কাদের, অলিউল ইসলাম, সুমন কুমার দাস, কাজী রাফিদ ইবনে রাজীব। এছাড়া চার মহিলা আরচার হলেন, শ্যামলী রায়, তামান্না পারভীন, সুস্মিতা বনিক এবং রোকসানা আক্তার।
×