ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ মার্চ ২০১৫

ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হলো ওয়েস্ট ইন্ডিজ। চলমান একাদশ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষদিনে দুর্বলতর আরব আমিরাতকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে জেসন হোল্ডারের দল। নিজেদের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডের কাছে হারার পর দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছেও পরাজিত হয়ে গ্রুপ পর্ব অতিক্রম করাটা দুরূহ হয়ে উঠেছিল ক্যারিবীয়দের জন্য। সব শঙ্কাকে পেছনে ফেলে বড় দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করল উইন্ডিজ শিবিরই। তবে এ ম্যাচের একটি বিষয় সবাইকে বেশ ধাঁধায় ফেলে দিয়েছে। দলের সাবেক অধিনায়ক ড্যারেন সামির সঙ্গে হোল্ডারের কথা কাটাকাটি! মাঠের মধ্যেই খেলা চলার সময় দু’জনকে তর্কে লিপ্ত হতে দেখা গেছে। তবে কী দলের ক্রিকেটারদের মধ্যে কোন সমস্যা তৈরি হয়েছে? এমন প্রশ্নের জবাবে অবশ্য অধিনায়ক হোল্ডার ম্যাচশেষে জোর গলায় দাবি করেছেন কোন দ্বন্দ্ব নেই দলের মধ্যে। হুট করেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তরুণ উদীয়মান পেসার হোল্ডারের কাঁধে। বর্তমানে ২৩ বছরে পা দিলেও মাত্র ২২ বছর বয়সেই একটি দেশের জাতীয় দলের নেতৃত্ব পেয়েছেন তিনি গত ছর টেস্ট ক্যারিয়ার শুরু করা এ ক্রিকেটার। যদিও ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে অভিষেক ঘটেছে কিন্তু হোল্ডার মাত্র ৩২ ওয়ানডে খেলেছেন এখন পর্যন্ত। তরুণ এ ক্রিকেটারের অধীনেই খেলছেন তাঁর চেয়ে বেশি বয়সী ও অভিজ্ঞ ক্রিকেটাররা। যে তালিকায় আছেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, সামি, ডোয়াইইন স্মিথ, দিনেশ রামদিন ও আন্দ্রে রাসেলদের মতো অনেক আগেই আন্তর্জাতিক পরিচিতি পাওয়া ক্রিকেটাররা। দলে তাঁর চেয়ে কমবয়সী আর কোন ক্রিকেটার না থাকায় সবার কাছ থেকে সমান হারে নিজ সিদ্ধান্তের মর্যাদা পাওয়াটা কঠিন হয়ে গেছে। নেপিয়ারে রবিবার শেষ গ্রুপ ম্যাচে জেতার বিকল্প ছিল না আরব আমিরাতের বিরুদ্ধে। না হলে শেষ হয়ে যাবে বিশ্বকাপ। তবে ছোট এবং এ বিশ্বকাপের সবচেয়ে দুর্বলতর দল হিসেবে আরব আমিরাতকে নিয়ে মাথাব্যথা ছিল না ক্যারিবীয় শিবিরে। ম্যাচ চলার সময়ও দেখা গেছে, কোন সময়ই উইন্ডিজ বোলার ও ব্যাটসম্যানরা সামান্যতম দুশ্চিন্তায় পড়েনি। এ ম্যাচেই কিনা সাবেক অধিনায়ক সামির সঙ্গে তর্কে লিপ্ত হলেন হোল্ডার! কিন্তু তেমন কিছু অস্বীকার করলেন হোল্ডার। তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে একটি বিষয় নিয়ে মজা করার চেষ্টা করছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা অন্যরকম দেখিয়েছে।’ তবে হোল্ডার যতই অস্বীকার করুন মাঠে উপস্থিত সবাই ছাড়াও টিভি ক্যামেরায় বার বার সামি-হোল্ডারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়টা দেখিয়েছে। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অবশ্য সামান্যতম সমস্যা হয়েছে বলে স্বীকার করে নিলেন হোল্ডার। তিনি বলেন, ‘সামান্য একটু ত্রুটি দেখা দিয়েছে। কথায় হালকা ব্যতিক্রমও হয়েছে। কিন্তু এসবই খেলার অংশ। দিনশেষে আমরা সবাই সবার সঙ্গে হাত মিলিয়েছি এবং এখনও এক সঙ্গেই হাসছি আমরা।’ ম্যাচের পর সামি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে হোল্ডারের সঙ্গে নিজের একটি হাস্যোজ্জ্বল মুখে তোলা ছবি পোস্ট করেন। দু’জন পাশাপাশি বসে ‘বিয়ার’ খাচ্ছিলেন। হোল্ডার আরও বলেন, ‘আমাদের এটা অবশ্যই জিততে হবে এমন একটি ম্যাচ ছিল। এ কারণে আমরা নিজেদের মধ্যেও এটা ছাড়া অন্য কিছু আলোচনা করিনি। এখন আমরা বড় ব্যবধানে জিতেছি এবং আশা করছি আগামীতে আরও ভাল কিছু ঘটবে। তবে দলে নিশ্চিতভাবেই কোন দ্বন্দ্ব নেই।’
×