ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যাজিস্ট্রেটসহ আহত ১৩ লাঠিচার্জ গুলি

ইউপিডিএফের সঙ্গে সংঘর্ষে খাগড়াছড়ি রণক্ষেত্র

প্রকাশিত: ০৫:২৬, ১৬ মার্চ ২০১৫

ইউপিডিএফের সঙ্গে সংঘর্ষে খাগড়াছড়ি রণক্ষেত্র

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর নয় সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে দীঘিনালার বাবুছড়ায় নির্মাণাধীন ৫১ বিজিবি সদরদফতর অভিমুখে ইউপিডিএফ সমর্থিত দীঘিনালা ভূমি রক্ষা কমিটির পদযাত্রাকে কেন্দ্র করে কার্বারী টিলা এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে আজ সোমবার দীঘিনালায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে ইউপিডিএফ সমর্থিত দীঘিনালা ভূমি রক্ষা কমিটি। দীঘিনালা ৫১ বিজিবি ব্যাটালিয়ন সদরদফতর অন্যত্র স্থানান্তর ও উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে নিজ জমিতে পুনর্বাসনের দাবিতে দুপুর ১২টার দিকে কয়েক হাজার নারী-পুরুষ বাবুছড়া অভিমুখে পদযাত্রা করে। পদযাত্রাটি কার্বারী টিলা এলাকায় পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় ব্যারিকেড দেয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোকজন ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে আগ্রসর হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ইউপিডিএফ সমর্থিত ভূমি রক্ষা কমিটির লোকজন ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও লাঠি চার্জ করে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, কর্মসূচীতে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালালে প্রাণরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়। হামলায় তিনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর আরও নয় সদস্য আহত হয়েছেন। তবে কত রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন টিটু জানান, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। অপরদিকে ইউপিডিএফের সংগঠক কিশোর চাকমা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় তিনজন আহত হয়েছে। প্রতিবাদে আজ সোমবার দীঘিনালায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে ইউপিডিএফ সমর্থিত দীঘিনালা ভূমি রক্ষা কমিটি।
×