ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে আটক ৬ জঙ্গীর ফের পাঁচ দিনের রিমান্ড

প্রকাশিত: ০৪:২৭, ১৬ মার্চ ২০১৫

বাঁশখালীতে আটক  ৬ জঙ্গীর ফের পাঁচ  দিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৫ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর লটমনি পাহাড়ে জঙ্গী আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্র র‌্যাব-৭ অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আটক ৬ জঙ্গীকে ফের ৫ দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। রবিবার দুপুর ৩টার দিকে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জঙ্গীকে হাজির করে রিমান্ডের আবেদন করে র‌্যাব-৭। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা এএসপি রুহুল আমিন আটক ৬ জঙ্গীর বিরুদ্ধে গত সপ্তাহে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে রবিবার আসামি ৬ জনকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে আসামি আবদুল খালেক, হাবিবুর রহমান, আমির হোসেন এই ৩ জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। বাকি ৩ জনের জবানবন্দী পরে রেকর্ড করা হবে বলে আদালত সূত্রে জানা যায়।
×