ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাক-বাজেট আলোচনা সাতক্ষীরায় বিশেষ বরাদ্দ দাবি

প্রকাশিত: ০৪:২৭, ১৬ মার্চ ২০১৫

প্রাক-বাজেট আলোচনা সাতক্ষীরায় বিশেষ  বরাদ্দ দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার পুনর্বাসন কাজের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়েছে। জলাবদ্ধতা দূরীকরণ, পলি জমে মৃতপ্রায় কপোতাক্ষসহ কয়েকটি নদী খনন এবং আরও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, কর নায্যতা, বাইপাস সড়ক, কৃষিভিত্তিক শিল্প স্থাপনের দাবি জানিয়ে রবিবার সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে প্রাক- বাজেট আলোচনা। একই সঙ্গে মানসম্মত শিক্ষা, গ্যাস প্রাপ্তি , স্বাস্থ্যখাত, রেলপথ স্থাপন এবং পুষ্টি উন্নয়নেও বাজেট বরাদ্দ থাকা দরকার বলে জানিয়েছেন আলোচকরা। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র সাতক্ষীরা জেলা কমিটি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, মোস্তফা লুৎফুল্লা জেলা প্রশাসক নাজমুল আহসান, পৌর মেয়র এমএ জলিল, অধ্যাপক আনিসুর রহিম, সুপ্র প্রতিনিধি মাধব দত্ত ও অপরেশ পাল, সুভাষ চৌধুরী প্রমুখ।
×