ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:২৫, ১৬ মার্চ ২০১৫

মাদারীপুরে গণপিটুনিতে  ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ মার্চ ॥ মাদারীপুরে সৌদি প্রবাসী আরবিচ মাতব্বরের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাবার সময় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে ওই পরিবারের দুই সদস্য গুরুতর আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মিয়ারচর এলাকায় গতকাল রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আরবিচ মাতব্বর জানান, ‘কলাসিবল গেটের তালা ভেঙ্গে ১২/১৪ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়।’ পুলিশ জানায়, ‘ডাকাতির সময় বাঁধা দিতে এলে আরবিচ মাতব্বর ও তার মা আনোয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাতরা। ডাকাতি শেষে পালিয়ে যাবার সময় এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে এক ডাকাতকে মেরে ফেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
×