ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে নিখোঁজ দিনমজুর ও ব্যবসায়ীর সন্ধান দাবি

প্রকাশিত: ০৪:২৫, ১৬ মার্চ ২০১৫

ময়মনসিংহে নিখোঁজ  দিনমজুর ও ব্যবসায়ীর সন্ধান দাবি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে নিখোঁজ ব্যবসায়ী নেতা মতিউর রহমান রবিনের সন্ধান দাবিতে রবিবার দুপুরে শহরের স্টেশন রোড সড়কে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। গাঙিনাপাড় হকার্স সুপার মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে যোগ দেয় শহরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমাজ। ইম্পেরিয়াল সুপার মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মতিউর রহমান গত ৪ মার্চ রহস্যজনক নিখোঁজ হন। অভিযোগ পুলিশ মতিউর রহমানকে উদ্ধারে কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি ইকরামুল হক টিটুসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। এদিকে ঈশ্বরগঞ্জের মরিচারচর গ্রামের অপহৃত দিনমজুর মকবুল হোসেনকে উদ্ধারের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্য ও স্বজনরা। রবিবার দুপুরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলা হয়, মামলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গত ১৩ জানুয়ারি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অটোরিক্সা থেকে নামিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায় মকবুলকে। মামলার বাদী মকবুল ওই দিন আদালতে হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন। বিষয়টি থানা পুলিশকে জানানোর দুই মাসেও কোন সন্ধ্যান করতে পারেনি পুলিশ। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মকবুল হোসেনের ভাবি রানুয়ারা বেগম।
×