ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাঁশখালী-আনোয়ারা সড়কে যানজট ॥ ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৪:২৩, ১৬ মার্চ ২০১৫

বাঁশখালী-আনোয়ারা সড়কে যানজট ॥ ভোগান্তি চরমে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৫ মার্চ ॥ চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প সড়ক বাঁশখালী-আনোয়ারার প্রধান সড়কটিতে যানজট নিত্যদিনের সঙ্গী। ভোগান্তিতে হাজারো স্কুল ছাত্রছাত্রীসহ সাধারণ জনগণ। প্রধান সড়কের ওপর কয়েকটি কাঁচা বাজার ও অবৈধ গাড়ির পার্কিং এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং না থাকায় প্রতিনিয়ত যানজট লেগে আছে। দীর্ঘদিন পর বাঁশখালীর একমাত্র প্রধান সড়কটি সংস্কার করা হলেও সড়কের দুই পাশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ না করায় সর্বত্র যানজট লেগে থাকে। ফলে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী থেকে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয় এবং যথাসময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। বাঁশখালীর পুকুরিয়া থেকে সর্বশেষ পুঁইছড়ি-প্রেমবাজার পর্যন্ত একমাত্র প্রধান সড়কের ওপর ১৪-১৫টি কাঁচা বাজার বসে প্রতিনিয়ত। তার ওপর প্রধান সড়কের দুই পাশে বাস-কোস্টার, সিএনজি, রিক্সাসহ দোকানের বিভিন্ন মালামাল রেখে প্রধান সড়কে যানজট সৃষ্টি করে। বিগত দিনে এই যানজট নিরসনে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও তা কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না। এদিকে পুকুরিয়া বাজার, বাণীগ্রাম বাজার, সাহেবের হাট, গুনাগরী বাজার, রামদাশ মুন্সির হাট, কালীপুর সদর আমিন হাট, কালীপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাজার, ছফিরের দোকান, বৈলছড়ি বাজার, চেচুরিয়া বাজার, মিয়ার বাজার, জলদী বাজার, দারোগা বাজার, টাইম বাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার ও প্রেম বাজার বাঁশখালীর প্রধান সড়কের ওপর হওয়ায় প্রতিনিয়ত বাজার বসলে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগণ ও যাত্রীদের।
×