ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ২শ’ কোটি টাকার পুনর্অর্থায়ন তহবিল

প্রকাশিত: ০৪:১৭, ১৬ মার্চ ২০১৫

দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ২শ’ কোটি টাকার পুনর্অর্থায়ন তহবিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ২শ’ কোটি টাকার একটি পুনর্অর্থায়ন তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ তহবিল গঠনে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গবর্নর ড. আতিউর রহমান। এ সময় পরিচালনা পর্ষদের অন্য সদস্য ছাড়ারও ডেপুটি গবর্নররা উপস্থিত ছিলেন। জানা গেছে, খামারি স্থাপনের মাধ্যমে দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বাংলাদেশে অতি সম্ভাবনাময় খাত হওয়ায় সরকারের পশুসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে এই তহবিল গঠনের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে এ তহবিলে অর্থায়নের সিদ্ধান্ত হয়। কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, তরুণ ও নতুন উদ্যোক্তারা দুগ্ধ খামারি করতে এ তহবিলের সুবিধা নিতে পারবেন। এ স্কিমের আওতায় সর্বোচ্চ সুদের হার হবে ১০ শতাংশ, যার মধ্যে ভোক্তা কর্তৃক পরিশোধ্য হবে ৫ শতাংশ এবং সরকার তথা অর্থ মন্ত্রণালয় কর্তৃক ভর্তুকির প্রয়োজন হবে ৫ শতাংশ। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ করতে হবে।
×