ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ রেখেছে তারেক ও জামায়াত ॥ হানিফ

প্রকাশিত: ০৮:১০, ১৫ মার্চ ২০১৫

খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ রেখেছে তারেক ও জামায়াত ॥ হানিফ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন পাকিস্তানের এজেন্ট তারেক রহমান ও জামায়াত। তাদের কথা ছাড়া খালেদা জিয়ার এক পা বাড়ানোর কোন সুযোগ নেই। শুক্রবার সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়ার দেয়া বক্তব্যে এটিই প্রমাণিত হয়েছে। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে যুব মহিলা লীগ এ সমাবেশের আয়োজন করে। হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি সজীব ওয়াজেদ জয়ের অপহরণ চেষ্টা সংবাদ প্রকাশ না করত তাহলে বাংলার মানুষ বুঝতে পারত না বিএনপি কত জঘন্য দল। আমরা ধিক্কার জানাই বিএনপিকে। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনার চেহারা উšে§াচন হয়ে গেছে। তাঁর সুন্দর মুখের আড়ালে কালো ষড়যন্ত্র লুকিয়ে আছে। মানুষ যেভাবে ফুঁসে উঠেছে তাতে খালেদার নিস্তার পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, গত ৬৭ দিনে যে মানুষ হত্যা করেছেন এর দায় খালেদা জিয়াকে নিতেই হবে। এ জন্য তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কোন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কিংবা বিএনপি অধিকাংশ নেতাই এখন আর খালেদা জিয়ার সঙ্গে নেই। বিএনপি যে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই। তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থ রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। জঙ্গীদের সঙ্গে উনি গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। তাই সুস্থ ধারায় ফিরে আসলে জঙ্গীরাই তাকে হত্যা করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জš§। তাদের চরিত্র বদলায়নি। জনগণ যখন তাদের প্রত্যাখ্যান করেছে, ঠিক সেই সময় তারা ডিজিটাল বাংলাদেশ নস্যাত করার জন্য সজীব ওয়াজেদ জয়কে অপহরণ-হত্যার ষড়যন্ত্র করছে। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন ও সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল।
×