ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১০, ১৫ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৩. ৫ম সংশোধনীতে কত সাল পর্যন্ত জারিকৃত ফরমানসমূহের বৈধতা দেওয়া হয়? ক) ১৯৭৫-১৯৭৯ সাল খ) ১৬ এপ্রিল, ১৯৭৯ সাল গ) ৬ মার্চ, ১৯৯৭ সালে ঘ) ৬ জানুয়ারি, ১৯৭৯ সালে ৩৪. সংবিধানের কত নং অনুচ্ছেদে অনুযায়ী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে নিযোগ দেওযা হয়? ক) ১২৭ নং অনুচ্ছেদে খ) ১৩১ নং অনুচ্ছেদে গ) ১৩৭ নং অনুচ্ছেদে ঘ) ১৬১ নং অনুচ্ছেদে ৩৫. পঞ্চম সংশোধনী বিলটি প্রণীত হবার সময়- র. ২০ জন সদস্য ভোটদানের বিরত ছিলেন রর. বিলটি ২৪৩-৪৫, ২৩৪-৩৫ ও ২৪৩-০ ভোটে গৃহীত হয় ররর. বিরোধী কিছু সংখ্যক সদস্য সংসদ কক্ষ ত্যাগ করেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও রর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩৬. কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেন? ক) ১৬৯৫ খ) ১৬৯৬ গ) ১৭৮০ ঘ) ১৬৯৮ ৩৭. তৃণমূল পর্যায়ে ই-গভর্নেন্স চালু করার দায়িত্ব কাদের? ক) জেলা পরিষদ খ) থানা পরিষদ গ) উপজেলা পরিষদ ঘ) ইউনিয়ন পরিষদ ৩৮. সংসদে কাদের আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়? ক) স্পিকারের খ) সংখ্যাগরিষ্ঠ সদস্যদের গ) ভোটাভুটির মাধ্যমে ঘ) নির্বাচনের মাধ্যমে ৩৯. নবাব স্যার সলিমুল্রাহর পিতা কে ছিলেন? ক) নবাবা খাজা আহসানুলাহ খ) নবাব খাজা নাজিমুদ্দিন গ) নবাব শরিফুদ্দিন ঘ) খাজা জুলফিকার আলী ৪০. নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সে দলের প্রধানকে রাষ্ট্রপতি কী হিসেবে নিয়োগ প্রদান করেন? ক) প্রধানমন্ত্রী খ) ন্যায়পাল গ) প্রধান বিচারপতি ঘ) প্রধান উপদ্রেষ্টা ৪১. ১৯৬৯ সালে কয়টি বিরোধী দল মিলে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি গঠন করা হয়? ক) ৭টি খ) ৮টি গ) ১০টি ঘ) ১১টি ৪২. ধর্মীয় অনুশাসন মেনে চললে কোন রোগের প্রাদৃর্ভাব অনেক কমে যায়? ক) কলেরা খ) এইডস গ) ক্যান্সার ঘ) ডায়ারিয়া ৪৩. কার মাধ্যমে প্রতি বছর অর্থ বিল সংসদে পেশ করা হয়? ক) বাণিজ্যমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) অর্থমন্ত্রী ঘ) প্রধানমন্ত্রী ৪৪. ১৯৬৪ সালে চখঙ গঠন করে- ক) ইসরাইলীয়রা খ) ফিলিস্তিনিরা গ) লেবানিজরা ঘ) মিসরীয়রা ৪৫. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে- ক) কোম্পানির প্রতি বিশ্বাস বাড়ে খ) কৃষকদের আয় বাড়ে গ) জমিদারি প্রথা বিলুপ্ত হয় ঘ) নতুন জমিদার সৃস্টি হয় ৪৬. সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? ক) ১৭৭৬ সালে খ) ১৭৮২ সালে গ) ১৮৩৭ সালে ঘ) ১৮৫৭ সালে ৪৭. নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? ক) রাজনৈতিক খ) সাংবিধানিক গ) প্রশাসনিক ঘ) স্বায়ত্তশাসিত ৪৮. সংবিধানের ত্রয়োদশ সংশোধনী কে উত্থাপন করেন? ক) জমির উদ্দিন সরকার খ) বেগমক খালেদা জিয়া গ) শেখ হাসিনা ঘ) শফিক আহমেদ উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রয়ান দিবসের আলোচনা সভায়, এক বক্তা বলেন, তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। ৪৯. সংসদের অনুমতি ছাড়া সাংসদগণ কতদিনের বেশি সংসদে অনুপস্থিত থাকতে পারেন না? ক) ৩০ দিন খ) ৪০ দিন গ) ৬০ দিন ঘ) ৯০ দিন ৫০. নবম জাতীয় সংসদে নির্বাচনে জাতীয় পার্টি আসন লাভ করে- ক) ২৭টি খ) ২৯টি গ) ৩৩টি ঘ) ৩৭টি সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (ক) ৪. (গ) ৫. (গ) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (গ) ১০. (গ) ১১. (খ) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (ক) ২০. (ক) ২১. (ক) ২২. (খ) ২৩. (খ) ২৪. (গ) ২৫. (ক) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (ক) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (ঘ) ৪৫. (ঘ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (ক)
×